Select Language

[gtranslate]
৩০শে পৌষ, ১৪৩১ মঙ্গলবার ( ১৪ই জানুয়ারি, ২০২৫ )

Breaking:-ভুবনেশ্বর এইমসে বিক্ষোভের মুখে পার্থ,শুনলেন চোর চোর চিৎকার।।



উড়িষ্যার ভুবনেশ্বর এইমসে শারীরিক পরীক্ষা নিরীক্ষা করাতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন পশ্চিমবঙ্গের শিল্প মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আওয়াজ উঠলো চোর পার্থ !

কলকাতা হাই কোর্টের নির্দেশ মতো ইডি আধিকারিকদের সঙ্গে ভুবনেশ্বরে পৌঁছলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ।গত শুক্রবার নাকতলার বাড়িতে ইডি আধিকারিকরা হানা দেন। রাতভর জেরার পর শনিবার সকালে গ্রেপ্তার করা হয় তাঁকে। ওইদিনই ব্যাঙ্কশাল আদালতে তোলার পর অসুস্থ হয়ে পড়েন পার্থ চট্টোপাধ্যায়। আদালতের নির্দেশমতো এসএসকেএমে ভরতি করা হয় রাজ্যের শিল্পমন্ত্রীকে।ইডির আধিকারিকদের মামলার জেরে কলকাতা উচ্চ আদালতের বিচারপতি বিবেক চৌধুরী রবিবার চিকিৎসার জন্য পার্থ চট্টোপাধ্যায়কে ভুবনেশ্বরে এইমসে নিয়ে যাওয়ার নির্দেশ দেন।সেই নির্দেশ মত মন্ত্রীকে ভুবনেশ্বর নিয়ে যায় ইডি।

জানা গেছে পার্থ চট্টোপাধ্যায়কে ভুবনেশ্বরে এইমসে নিয়ে যাওয়ার ফলে চিকিৎসা ব্যাহত হয় আগে থেকে এইমসে চিকিৎস্যার জন্যে হাজিরা দেওয়া পশ্চিমবঙ্গের বাসিন্দাদের।ক্ষিপ্ত হয়ে তারাই বাইরে চোর পার্থ স্লোগান দিয়ে বিক্ষোভ করলেন। পশ্চিমবঙ্গ থেকে যাওয়া রোগী ও তাদেত পরিবার সদস্যদের বিক্ষোভের জেরে উত্তেজনা ছড়ায় এইমসে ।

সৌজন্য -ANI

Related News

Also Read