পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ৩ ব্লকের লাউদা গ্ৰামপঞ্চায়েতে গোপালপুর তরুণ সংঘে, দেশপ্রান ব্লকের স্বেচ্ছাসেবী সংগঠন কাজলা জনকল্যাণ সমিতিও বিবেকানন্দ মিশন আশ্রম চৈতন্য পুর হলদিয়ার যৌথ উদ্যোগে চক্ষু ছানি পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। এই পরীক্ষা শিবিরে লাউদা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রাম থেকে প্রায় ১২৫ জন চক্ষু পরীক্ষা করান।এর মধ্যে ৩৩ জনের ছানি ধরা পড়ে।

যাদের ছানি ধরা পড়েছে তাদের চৈতন্যপুর নিয়ে গিয়ে বিনা মূল্যে অপারেশন হবে। অভিজ্ঞ চিকিৎসক মণ্ডলীর মধ্যে উপস্থিত ছিলেন বিবেকানন্দ মিশন আশ্রম এর ডা:রথীন সিনহা ও ডাঃবিশ্বজিৎ মাইতি।

কাজলা জনকল্যাণ সমিতির সুপারভাইজার নবনীতা ঘোষ,কমল মাইতি,সুবিমল বেজ,মদন বেরা, শ্রাবন্তী মন্ডল,সুশান্ত পয়ড়্যা, চন্দনা দাস ও ক্লাস্টার এর নেতৃবৃন্দ। সকলকে ধন্যবাদ জানান কাজলা জনকল্যাণ সমিতির সম্পাদক স্বপন পন্ডা ও তরুন সংঘের সম্পাদক সমীর বারিক।





