Select Language

[gtranslate]
৩রা অগ্রহায়ণ, ১৪৩২ মঙ্গলবার ( ১৮ই নভেম্বর, ২০২৫ )

কলেজ পড়ুয়াদের হাতে-কলমে পেশাগত অভিনব অন ফার্ম ফিশারী ট্রেনিং নন্দীগ্রামে

নন্দীগ্রামের মৎস্য উদ্যোগের ব্যাবহারিক প্রশিক্ষন নিলেন পাঁশকুড়া বনমালী কলেজের শিক্ষার্থীরা , মাছ চাষ ও মাছ ধরা সহ মৎস্যজীবিদের জীবন-জীবিকা বিষয়ে পেশাগত অভিজ্ঞতা অর্জন ও প্রয়োজনীয় দক্ষতা শিখতে নন্দীগ্রামের বিস্তির্ন এলাকায় হাতে-কলমে ব্যবহারিক কাজের অভিজ্ঞতা অর্জন করল কলেজ ছাত্র ছাত্রিরা।

নন্দীগ্রাম-এক নম্বর ব্লক মৎস্য আধিকারিক সুমন কুমার সাহুর তত্ত্বাবধানে প্রায় এক মাস ব্যাপী পাঁশকুড়া বনমালী কলেজের প্রানীবিদ্যার শিক্ষার্থী স্নাতক ডিগ্রি অর্জনকারীরা ভবিষ্যতের কর্মজীবনের জন্য নিজেদের প্রস্তুত করতে এই ধরনের প্রশিক্ষণ নিলেন।

প্রায় চল্লিশ জন ছাত্র-ছাত্রীদের চার টি দলে ভাগ করে একেবারে ফিল্ডে নামিয়ে দেওয়া হয়। ছাত্র ছাত্রিদের দল একদিকে যেমন মৎস্যজীবিদের নৌকোয় নদী মাছ ধরার পদ্ধতি সহ অন্যন্য বিষয়ে হাতে কলমে অনুশীলন করেন তেমনি বিভিন্ন কাঁকড়া- চীংড়ি- মাছ চাষের ভেড়ি ফিশারীতেও কাজ করেন।

মৎস্যজীবিদের সাথে মৎস্য গ্রাম কেন্দেমারী, নাকচিড়া চর, কাঁটা খালি, গাংরা প্রভৃতি গ্রামের মাছের ভেড়িগুলিতে ঘুরে ঘুরে বাক্সে কাকঁড়া চাষ , ভেনামি চাষ পুকুরে রঙিন মাছের চাষ সহ অভিনব মৎস্য উদ্যোগ বিষয়ে প্রাক্টিক্যাল অভিজ্ঞতা সঞ্চয় করে। বাছুর মারি খাল, গাংরা খাল এলাকার নদীতে মাছ ধরা নৌকা নদী বাস্তুতন্ত্র নদীর জল পরীক্ষা প্রভৃতি কাজের প্রাক্টিকাল করেন ।

ছাত্র –ছাত্রিরা তাদের এই ইন্টার্নশিপ-এর আগতদের মধ্যে ছাত্রী পূর্বা মন্ডল, জয়শ্রী মন্ডল, অংকিতা ঘোষরা জানান কলেজের পড়াশুনার অঙ্গ হিসেবে এই ফিল্ড এক্সপোজার আমাদের আগামী কর্মসংস্থানের বিষয়ে উৎসাহীত করল। আমরা মহিলা মাছ চাষি অতসী মাইতি, মান্টি বেরা, অপর্না মাত্র প্রমুখের মৎস্য খামার দেখে অবাক হয়েছি, এক জন মহিলা হয়েও এমব ভাবে মাছ কাঁকড়া করা যায় তা আগে জানতাম না।“

নন্দীগ্রাম এক ব্লকের মৎস্য চাষ সম্প্রসারন আধিকারিক সুমন কুমার সাহু জানান, ছাত্র ছাত্রিদের এই ফিল্ড ভিজিট কাজের মাধ্যমে আমাদের ব্লকের মাছ চাষি , মৎস্য জীবীরাও উৎসাহীত হয়েছেন, এতে সরকারি ভাবে বৈজ্ঞানিকভাবে মৎস্যচাষ সম্প্রসারনের কাজটি ত্বরান্বিত হবে।

Related News

Also Read