জাতীয় ক্যারাটে প্রতিযোগিতায় সোনা ও ব্রোঞ্জ জয়ী কাঁথির দুই বোনকে সম্বর্ধিত করলেন রাজ্যের কারা মন্ত্রী অখল গিরি।
মঙ্গলবার সকালে দুই খুদে’কে শুভেচ্ছা জানাতে তাদের বাড়িতে হাজির হন রাজ্যের কারাদপ্তরের মন্ত্রী অখিল গিরি। জাতীয় ক্যারাটে প্রতিযোগিতা জয়ী চতুর্থ শ্রেণীর ও ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ফুলের স্তবক দিয়ে শুভেচ্ছা জানান কারাদপ্তরের মন্ত্রী অখিল গিরি।
পদক জয়ী দুই খুদে ছাত্রী মন্ত্রী সামনে নিজেদের ক্যারাটে প্রদর্শন করেন। এদিনের এই কর্মসূচীতে মন্ত্রী ছাড়াও ছিলেন কাঁথি শহর তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি বিশ্বজিৎ মাইতি সহ অন্যান্যরা। মন্ত্রীকে ক্যারাটে খেলার জন্য মাঠ তৈরি করার জন্য আবেদন জানান জয়ী দুই ছাএীর পরিবারের সদস্যরা।
জয়ী দুই খুদে পড়ুয়ার মা অরুন্ধতী দেবনাথ বলেন ” মন্ত্রী দুই মেয়ে’কে শুভেচ্ছা জানাতে এসেছিলেন। মন্ত্রীকে জানিয়েছি কাঁথিতে কোন ইনডোর স্টেডিয়াম না থাকায় কতটা সমস্যায় পড়তে হয় ক্যারাটের মত অন্যান্য খেলার সাথে জড়িত খেলোয়াড়দের। তাই কাঁথিতে যাতে ইনডোর স্টেডিয়াম হয় তার উদ্যোগ নেওয়ার জন্যে মন্ত্রীর কাছে অনুরোধ করেছি।
জানাগেছে, গত ২৮ মে নতুন দিঘায় জাতীয় ক্যারাটে প্রতিযোগিতায় কাঁথির কুমারপুরের বাসিন্দা চন্দ্রামনি ব্রাহ্ম গার্লস প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর ছাত্রী সাহেলি দেবনাথ ও দিদি হিন্দু গার্লস হাইস্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী সেবন্তী দেবনাথ। প্রতিযোগিতায় সাহেলি দেবনাথ সোনা ও দিদি সেবন্তী দেবনাথ ব্রোঞ্জ জিতে। মঙ্গলবার সকালে কাঁথির দুই দুই ছাত্রীর হাতে শুভেচ্ছা জানাতে উপস্থিত হন কারামন্ত্রী অখিল গিরি ও বিশ্বজিৎ মাইতি সহ অন্যান্যরা। মন্ত্রীকে কাছে পেয়ে খুশি পরিবারের সদস্যরা থেকে জয়ী ছাত্রীরা।
কারাদপ্তরের মন্ত্রী অখিল গিরি বলেন ” পূর্ব মেদিনীপুর জেলার বিশেষ করে কাঁথির ছেলে মেয়েরা পড়াশোনার ছাড়াও খেলাতে এগিয়ে। সরকার ও কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থা যাতে এই বিষয়ে উদ্যোগী হয় তার সব রকমের সুপারিশ করবো।