প্রদীপ কুমার সিংহ
রাত পেরোলেই পুরী , দীঘা, মাহেশ্বর রথের রশ্মি টান দেওয়া হবে। পুরীতে সেখানে রাজ পরিবারের মানুষ সোনা ঝাঁটা দিয়ে ঝাঁট দিতে দিতে লাখো মানুষের সমাগমে রথের রশ্মির টান দেবে। শুক্রবার সকাল দশটায়।

পশ্চিমবাংলার দীঘা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ, সুভদ্রা,বলরামের রথের রশ্মি টান দেবে। এইসব জায়গায় লাখো লাখো মানুষের সমাগম হবে বলে খবর। সে তো বড়রা সবাই রথের রশ্মি টান দেবে কিন্তু বাড়ির কচিকাঁচা শুক্রবার বিকালে বাবা, মা, দাদু,দিদা হাত ধরে ছোট্ট রথে দড়ি দিয়ে রাস্তায় অলিতে গলিতে দড়ি টান দেবে। রাস্তার মোড়ে বাজারে ছোট ছোট রথ জগন্নাথ সুভদ্রা ও বলরামের ছোট ঠাকুর বিকোচ্ছে। রথে কোনোটার দাম ১৫০ টাকা কোনটা ২০০ টাকা কোনটা ৩৫০ টাকার ৫০০ টাকা। ছোট জগন্নাথ সুভদ্রা বলরাম ৫০ টাকা ৭৫ টাকা ১০০ টাকা দেড়শ টাকা ২০০ অনেক জায়গায় আরো বেশি দামে বিক্রি করছে।সেখানে বাবা মার হাত ধরে ছোট ছোট শিশু যা বলছে ওই রথটা নাও।

ওই রথটাই টানব। শুক্রবার বিকেলে রাস্তায় গ্রামের অলিতে গলিতে তিন তলা ছোট রথ নিয়ে মোমবাতি ধরিয়ে কিছু ফুল ও বাতাসা বিলি করতে করতে এই রথ টানা হয়। অনেকে শঙ্খ,ঘন্টা , কাঁসর বাজিয়ে রাস্তার শিশুরা আনন্দ করতে করতে রাতের দড়ি টানে। প্রতিদিন আবার আগে কার দিনের মানুষেরা পাপড় ভাজা, চপ,কাঁঠাল ইত্যাদি খেত।





