প্রদীপ কুমার সিংহ :- আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকীকে আবার জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বারুইপুরে আদালতের বিচারক।
বৃহস্পতিবার আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকীকে আদালতে হাজির করা হয়। বারুইপুর কোর্টের বিচারক আবার ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
আগামী ৯ মার্চ তাকে আদালতের হাজির করার জন্য আদেশ দেন বিচারক। প্রসঙ্গত বলা যেতে পারে একুশে জানুয়ারি আই এস এফ এর জন্ম দিন উপলক্ষে কলকাতা সহ ভাঙ্গরের লেদার কমপ্লেক্স থানা এলাকার হাতিশালা অঞ্চলে আইএসএফ কর্মীরা ও বিধায়ক তৃণমূলের সঙ্গে বচস্যার কারণে সরকারি গাড়ি ভাঙচুর হয়েছিল সেই ক্ষেত্রে কেএলসি থানা আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকী সহ বেশ কিছু আইএসএফ কর্মীদের নামে মামলা রুজু করেছিল।
সেই মামলা বৃহস্পতিবার বারুইপুর মহাকুমা আদালতে হাজির হয় নওশাদ সিদ্দিকী তাকে আবার বিচারক ১৪ দিনে জেলায় থাকার নির্দেশ দেয়।
বৃহস্পতিবার নওশাদ সিদ্দিকী কোট থেকে বাহিরে আসার সময়ে সাংবাদিকদের বলেন মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য শুভেচ্ছা রইল।ভাঙ্গরের তৃণমূলের এক চুনোপুটি নেতাকে ধরেছে সিবিআই। ওই নেতার গুরু সৌকত মোল্লাকে ধরলে সিবিআই অনেক কিছু তথ্য পাবে।