Select Language

[gtranslate]
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ শনিবার ( ১৩ই ডিসেম্বর, ২০২৫ )

সেনা যুবক উত্তম দাস এর নিথর দেহ এলো বাড়িতে: শোকের ছায়া রামনগর জুড়ে

পূর্ব মেদিনীপুর জেলার রামনগর ১ ব্লকের গোবরা গ্রাম পঞ্চায়েত এর কুলবুধী গ্রামের সেনা কর্মী যুবক এর নিথর দেহ এলো গ্রামের বাড়িতে। শেষ দেখা দেখার জন্য কয়েক হাজার মানুষের সমাগম।

রামনগরের প্রিয় উত্তমকে শেষ বারের জন্য দেখার জন্য মানুষের উপচে পড়া ভিড় ছিল।খবর পেয়েই শেষ শ্রদ্ধা জানাতে প্রয়াত ও সেনা কর্মীর বাড়িতে হাজির হন এলাকার বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী অখিল গিরি। তিনি পুষ্পার্ঘ দিয়ে শেষ বিদায় জানান। শ্মশানের শেষকৃত্য অনুষ্ঠানেও হাজির ছিলেন তিনি।

পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে পাশে থেকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন। রামনগরের কুলবুধী গ্রামের আর্মি যুবক উত্তম দাস ডিউটিরত অবস্থায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। পরর্বতী সময়ে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে যান। এই ঘটনার খবর পেয়ে শোকের ছায়া নেমে আসে পরিবারে। রামনগর এক ব্লকের কুলবুধি গ্রামে ওনার বাড়ি। বাড়িতে রয়েছেন মা-বাবা স্ত্রী ও দুই মেয়ে। আজ রবিবার সকালে আর্মি গাড়িতে করেই সৈনিক সাথীরা তার দেহ নিয়ে আসে। যথাযোগ্য রাস্ট্রীয় মর্যাদায় শহীদ উত্তম দাসের শেষকৃত্য সম্পন্ন হয়েছে স্থানীয় শ্মশানে।

প্রিয় উত্তম দা কে হারিয়ে কান্নায় ভেঙে পড়ছেন গ্রামবাসী থেকে সাধারণ মানুষজন। শহীদ উত্তম দাস কে শেষ শ্রদ্ধা জানানোর জন্য উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক অখিল গিরি সহ স্থানীয় নেতৃত্বরা।রামনগরের উত্তম দাসের নিথর দেহ আজ গ্রামের বাড়িতে এসে পৌঁছায়। হাসিখুশি উত্তম দাসের শেষ যাত্রায় পা মিলিয়েছিলেন কয়েক হাজার মানুষ। দীর্ঘ প্রায় কুড়ি বছর তিনি ভারতীয় সৈন্য বিভাগে কাজ করেছেন। তার মহান অবদান গোটা রামনগর সহ ভারতবাসী মনে রাখবে।

Related News

Also Read