Select Language

[gtranslate]
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ শনিবার ( ১৩ই ডিসেম্বর, ২০২৫ )

।। এবার চিকিৎসা শিক্ষা বিভাগের করণিকের বাড়ি থেকে উদ্ধার ৮৫ লক্ষ টাকা ।।

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় উত্তাল পশ্চিমবঙ্গ।গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী ও তাঁর বান্ধবী।সেই রেশ কাটতে না কাটতে এবার শিক্ষা দফতরের এক বেতনভুক্ত করণিকের বাড়ি থেকে নগদ ৮৫ লক্ষ উদ্ধার করল পুলিশ।তবে পশ্চিমবঙ্গে নয়,বিজেপি শাসিত মধ্য প্রদেশে।

মধ্যপ্রদেশ সরকারের ইকনমিক অফেন্সেস উইং (ইওডব্লিউ)-এর একটি তদন্ত অভিযান চলাকালীন এই নগদ উদ্ধার করেন তদন্তকারী আধিকারিকরা।রাজ্যের চিকিৎসা শিক্ষা বিভাগের করণিক হিরো কেশওয়ানির বাড়িতে হানা দিয়ে এই নগদ উদ্ধার করেন। 

কেশওয়ানি যখন চাকরি পান তখন তাঁর বেতন ছিল চার হাজার টাকা। বর্তমানে তিনি প্রায় ৫০ হাজার টাকা আয় করেন। নগদ এত টাকা তাঁর বাড়িতে কী করে এল এ নিয়েই প্রশ্ন উঠেছে। 

জানা গেছে টাকা উদ্ধারের পর অভিযুক্ত কেশওয়ানি অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।তাই এখনো জিজ্ঞাসাবাদ শুরু করতে পারেনি পুলিশ

Related News

Also Read