Select Language

[gtranslate]
১২ই পৌষ, ১৪৩১ শুক্রবার ( ২৭শে ডিসেম্বর, ২০২৪ )

রঙ্গকর্মীর আয়োজনে অভিনয়ের কর্মশালা।

কেকা মিত্র : – সুনির্দিষ্ট ও পরিকল্পিত প্রশিক্ষণই একজন অভিনেতাকে পেশাদার করে তোলে। তাই এবারেও প্রয়াত ঊষা গাঙ্গুলি প্রতিষ্ঠিত রঙ্গকর্মী নাট্যদল আয়োজন করেছে অভিনয়ে ইচ্ছুক থিয়েটারপ্রেমীদের জন্য ২১দিন ব্যাপী অভিনয় কর্মশালা রঙ্গকর্মীর নিজস্ব স্টুডিও থিয়েটারে। যা শুরু হয়েছে গত ১৫ এপ্রিল  সোমবার থেকে। এবং এই অভিনয়ের কর্মশালা চলবে ১১ মে শনিবার পর্যন্ত। প্রতিদিন সোমবার থেকে শুক্রবার রোজ বিকেল ৫ টা থেকে রাত ৮ টা পর্যন্ত এই নাট্য  অভিনয়ের কর্মশালা চালু থাকবে। এই কর্মশালায় স্বর ও বাচিক শিক্ষণের দায়িত্বে রয়েছেন সঙ্গীত নাটক আকাদেমি পুরস্কারপ্রাপ্ত অভিনেতা অমিত ব্যানার্জি। থিয়েটারে কত্থকের গুরুত্ব শিক্ষণের দায়িত্বে রয়েছেন উমা ভট্টাচার্য। শিক্ষণের দায়িত্বে রয়েছেন রঙ্গকর্মীর সচিব ও অভিজ্ঞ অভিনেতা অনিরুদ্ধ সরকার, যিনি অভিনয়ের শারীরিক ও মানসিক দিক নিয়ে কাজ করবেন। 

পার্থ ব্যানার্জী প্রশিক্ষণ দেবেন মার্শাল আর্ট এর।এছাড়াও থিয়েটার ও ক্যামেরা অভিনয়ের বিভিন্ন দিক শেখানোর দায়িত্বে রয়েছেন প্রখ্যাত নির্দেশক অভিনন্দন দত্ত। ৩০ জন তরুণ ছাত্রছাত্রীকে নিয়ে শুরু হয়েছে কর্মশালা। এদের মধ্যে কিছু জন রঙ্গকর্মীর ছাত্রছাত্রী এবং বাকিরা বাইরে থেকে আগত। ঊষাদির পরম্পোরাকে পাথেয় করে রঙ্গকর্মী সগৌরবে এগিয়ে চলেছে, থিয়েটারকে সর্বসাধারণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে। তাদের এমন প্রয়াস বারবার থিযেটারে ইচ্ছুক তরুণ তরুণীদের খুঁজে দেয় থিয়েটারকে জানার ও থিয়েটারকে শেখার ঠিকানা।

Related News

Also Read