Select Language

[gtranslate]
১২ই পৌষ, ১৪৩১ শুক্রবার ( ২৭শে ডিসেম্বর, ২০২৪ )

।। শুভেন্দুর মানসিক সুস্থতার কামনায় ফুল দিতে গিয়ে বাধা পেল ছাত্ররা ।।

রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মানসিক ভাবে অসুস্থ,তাই তার সুস্থতার কামনা করে শান্তিকুঞ্জে ফুল দিতে গিয়ে বাধা পেল তৃণমূল ছাত্র পরিষদ।



পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির করকুলিতে শান্তিকুঞ্জ নামের বাড়িতে বাবা-মা-দাদা-ভাইদের সাথে থাকেন শুভেন্দু অধিকারী।সেখানে গিয়েই তার হাতে ফুল ও গ্রিটিংস কার্ড তুলে দিতে চেয়েছিলো তৃনমূল ছাত্র পরিষদের সদস্যরা।



শাসক দলের ছাত্র সংগঠনের মিছিলকে রাজ্য পুলিশের পক্ষ থেকে শুভেন্দু অধিকারী বাড়ি শান্তিকুঞ্জ প্রায় ৫০ মিটার দূরে আটকে দেয়। রাজ্য পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায় তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের। তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা অভিষেক ব্যানার্জীর ছবি ও কার্ড নিয়ে এসে হাজির হন। এরপর রাস্তার উপর বসে পড়ে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। যদিও সেই সময় বাড়িতে ছিলেন না রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিছুক্ষণ আগে তার কর্মসূচি পালনের জন্য অন্যত্র বেরিয়ে যান শুভেন্দু অধিকারী।

এরপর তৃণমূল কর্মী সমর্থকরা চোর চোর স্লোগান তুলতে থাকে৷ চোর চোর চোরট্টা শিশিরবাবুর ছেলেটা। ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে কাঁথি শহরে।

Related News

Also Read