ইন্দ্রজিৎ আইচ:-এই বছর ভারত সংস্কৃতি উৎসব ১৫ তম বর্ষ পদার্পণ করলো। সেই উপলক্ষে বর্ধমান টাউন হলে ও ময়দানে ১৪ থেকে ১৮ ডিসেম্বর এবং কলকাতায় ২৩ থেকে ৩০ ডিসেম্বর সত্যজিৎ রায় অডিটোরিয়ামে সকাল ১০ টা থেকে রাত্রি ৯ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে এই উৎসব।
কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানালেন পণ্ডিত প্রসেনজিৎ পোদ্দার।
এই সাংবাদিক সন্মেলনে উপস্থিত ছিলেন মেয়র পরিষদ ও বিধায়ক দেবাশিস কুমার, পণ্ডিত তরুণ ভট্টাচার্য্য, তবলিয়া মল্লার ঘোষ, জলসা ঘর এর কর্ণধার রবিন পাল, ড: পুষ্পিতা মুখোপাধ্যায়।
এই উৎসব কমিটির তরফ থেকে জানানো হয় এবার প্রায় ৫০০০ হাজার প্রতিযোগী অংশ নেবে।
প্রতিদিন সন্ধা ৬ টা থেকে ভারতীয় সঙ্গীত কলা নৃত্য উৎসব হবে। এ বছর আমেরিকা, কানাডা, হল্যান্ড, দুবাই, মালয়েশিয়া, বাংলাদেশ, সিঙ্গাপুর এবং ভারতবর্ষের ২০ টি রাজ্যের প্রতিযোগী ও শিল্পীরা ১৫ তম ভারত সংস্কৃতি উৎসবে অংশ গ্রহণ করবে।
যে সব প্রতিযোগী বিভিন্ন বিষয়ে বিভিন্ন স্থান পাবেন সেই সব প্রতিযোগী আগামী এক বছর এর জন্যে আর্থিক বৃত্তি, নগদ পুরস্কার, নিখরচায় বিদেশ ভ্রমন ও বিভিন্ন জায়গায় অনুষ্ঠানের সুযোগ পাওয়া যাবে।