Select Language

[gtranslate]
৩রা অগ্রহায়ণ, ১৪৩২ মঙ্গলবার ( ১৮ই নভেম্বর, ২০২৫ )

জমে উঠেছিলো নাবিক নাট্যম এর রবীন্দ্র – নজরুল স্মরণ অনুষ্ঠান

কেকা মিত্র

 

গোবরডাঙ্গা নাবিক নাট্যমের নাট্য দল রবীন্দ্র-নজরুল সন্ধ্যা উদযাপন করল গত ২৪ শে মে শনিবার সন্ধ্যায় গোবরডাঙ্গা বোধন সেবা কেন্দ্রের শ্রী রামকৃষ্ণ কক্ষে। অনুষ্ঠানের সূচনাতে বোধন সেবা কেন্দ্রের কর্ণধার পবিত্র কুমার বন্দ্যোপাধ্যায় মাল্য দান করেন শ্রীরামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ , সারদা দেবী, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের ছবিতে। মাল্য দান করেন গোবরডাঙ্গা নাবিক নাট্যমের সম্পাদক অনিল কুমার মুখার্জী। মাল্য দানের পর প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন আকৃতি, তারপর গোবরডাঙ্গার বিভিন্ন সংগঠনের সংস্কৃতিপ্রেমী মানুষ ও শিল্পীরা নৃত্য,আবৃত্তি, সংগীত পরিবেশন করে ।

এই অনুষ্ঠানে গোবরডাঙ্গা পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান সুভাষ দত্ত এবং আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাসুদেব কুণ্ডু, এছাড়াও এলাকার বিভিন্ন সমাজসেবী, কবি সাহিত্যিক, নাট্যকার প্রমুখ ব্যক্তিবর্গ এই রবীন্দ্র নজরুল সন্ধায় উপস্থিত ছিলেন। নাবিক নাট্যমের এই সান্ধ্যকালীন অনুষ্ঠানে প্রায় ৩০ জন শিল্পী অংশগ্রহণ করেন। দর্শকের উপস্থিত ছিল চোখে পড়ার মতো। প্রায় দেড়শ জন দর্শক শ্রোতার উপস্থিতি এই অনুষ্ঠানটিকে সফল ও সার্থক করে তোলে এবং সবশেষে জাতীয় সংগীতের মাধ্যমে এই অনুষ্ঠানের সমাপ্তি হয় । সমগ্র অনুষ্ঠান ভাবনা, পরিকল্পনা এবং পরিচালনায় ছিলেন জীবন অধিকারী ও প্রদীপ সাহা।

Related News

Also Read