প্রদীপ কুমার সিংহ :- পশ্চিম বাংলা বিভিন্ন জায়গায় বাজি বিস্ফোরণে অনেক মানুষের মৃত্যু হয়েছে। কিছুদিন আগে উত্তর চব্বিশ পরগনা বাজি বিস্ফোরণে তিনজনে মারা যায়। সোনারপুর থানার পুলিশ গোপনসুটে খবর পেয়ে সোনাপুর থানা এলাকা থেকে বেআইনি বাজি উদ্ধার ও ২ ব্যক্তিকে গ্রেফতার করে। তাদের আজ বারইপুর মহকুমা আদালতে তোলা হয় সোনারপুর থানার পক্ষ থেকে।
সোনারপুরে বেআইনী বাজির হদিস পেল পুলিশ। বাড়ি থেকে উদ্ধার বিপুল পরিমান নিষিদ্ধ বাজি। ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা রুজু করা হয়েছে।
বাড়িতেই চলছিল নিষিদ্ধ বাজি তৈরি। সুত্র মারফত খবর পেয়ে সেখানে হানা দেয় পুলিশ। বাড়ি থেকে বাজেয়াপ্ত করা হয় ৬২ কেজি গান পাউডার, ৮০ কেজি ফায়ার কেকার, ৭ কেজি চকলেট বোমা। সোনারপুর থানা এলাকার কালিকাপুর ২ গ্রাম পঞ্চায়েতের রায়পুর উত্তরপাড়ায় কালো সোনা সর্দারের বাড়িতে হানা দিয়ে এই বাজি বাজেয়াপ্ত করে পুলিশ। ঘটনায় কালো সোনা সর্দার ও মহম্মদ তৌসিফ নামে ২জনকে গ্রেফতার করা হয়েছে। একের পর এক জায়গায় বাজি বিস্ফোরণের ঘটনায় তৎপর পুলিশ। বারুইপুর পুলিশ জেলা এলাকার বিভিন্ন জায়গায় চলচ্ছে তল্লাশি অভিযান।
ধৃত ব্যক্তিদের বারুইপুর মহকুমা আদালতে বিচারক ৬ দিনে পুলিশি হেফাজতে থাকা নির্দেশ দেয়।
