Select Language

[gtranslate]
২৮শে ফাল্গুন, ১৪৩১ বৃহস্পতিবার ( ১৩ই মার্চ, ২০২৫ )

বিজেপি প্রধানের বাড়িতে বোমাবাজীর ঘটনায় উত্তেজনা ছড়ালো খেজুরিতে

পূর্ব মেদিনীপুর জেলার খেজুরী বিধানসভার খেজুরি ২ নম্বর ব্লকের হলুদবাড়ি গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধানের বাড়িতে শুক্রবার রাতে বোমাবাজীর ঘটনায় উত্তেজনা ছড়ালো ।  আগুন দিয়ে  মোটর বাইকও জ্বালিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।

  কে বা কারা এই রকম কাণ্ড ঘটিয়েছে পরিবারের লোকজন এখনো পরিষ্কার নয়। তবে সিসিটিভি খতিয়ে দেখছে খেজুরি থানার পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনো রয়েছে এলাকায়।


ঘটনার খবর পাওয়ার পরেই মধ্যরাতে খেজুরি থানার পুলিশ নিতাই মন্ডলের বাড়িতে আসে।   পুলিশ সারারাত নিরাপত্তা দেয় নিতাই মন্ডলের বাড়িতে। কিন্তু শনিবার সকাল হতেই দফায় দফায় গ্রামবাসীরা এসে ভিড় জামায় গ্রাম প্রধানের বাড়িতে।

আবারও সকালে পুলিশ আসে। যদিও পরিবারের অভিযোগ, কে বা কারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তা এখনও  পরিষ্কার জানা যায়নি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে খেজুরি থানার পুলিশ। এলাকায় যথেষ্ট শোরগোল পড়ে গিয়েছে বলে খবর।

Related News