অবৈধ মদ ব্যাবসায়ীর বাড়ি ঘিরে বিক্ষোভ প্রদর্শন করলেন গ্রামের বাসিন্দারা। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত চলল বিক্ষোভ প্রদর্শন। চরম উত্তেজনা এলাকায়। খেজুরি-১ ব্লকের বীরবন্দর পঞ্চায়েত এলাকার দেউলপোতার ঘটনা।
প্রসঙ্গত দেউলপোতা গ্রামের বাসিন্দা অভিযুক্ত মদ ব্যাবসায়ী বাদল দেবনাথের পুত্র উজ্জ্বল দেবনাথ দীর্ঘদিন ধরে বাড়িতে মদের ব্যাবসা করে চলেছে। যারফলে মদ্যপদের তান্ডব বেড়েছে। সকাল থেকে রাত পর্যন্ত রাস্তার ওপর বসে চলছে মদের আসর। ধোবাপুকুর থেকে দেউলপোতাগামী রাস্তা জুড়ে চলে মদ্যপাণ ও অশ্লীলতা।
যার ফলে ওই রাস্তা কার্যত সাধারণের চলাচল নিষিদ্ধ হয়ে গিয়েছে। ঢিল ছোঁড়া দুরত্বে রয়েছে দেউলপোতা উত্তর পল্লী শিশু শিক্ষা কেন্দ্র, দেউলপোতা প্রাথমিক বিদ্যালয় ও দেউলপোতা ভাগবত বালিকা বিদ্যালয়। বিদ্যালয়ে ছাত্র-ছাত্রী থেকে শিক্ষক-শিক্ষিকা, মহিলা সকলে নিরাপত্তা হীনতায় ভোগেন।
গ্রামবাসীদের তরফে বার বার মদ ব্যাবসা বন্ধ করার কথা বলা হলেও তা রমরমিয়ে চলছে বলে অভিযোগ। এলাকার পঞ্চায়েত, গ্রামীণ পুলিশকে জানিয়েও কোনও কাজ হয়নি বলে অভিযোগ। বাসিন্দাদের তরফে এসপি ও খেজুরি-১ ব্লকের বিডিওকে মেল মারফত গণ ডেপুটেশনও দেওয়া হয়েছিল তাতেও কোনও কাজ হয়নি। দিনের পর দিন এলাকায় মদ্যপদের তান্ডব বেড়ে চলেছে তার সাথে মদে আসক্ত হয়ে পড়ছে নাবালকরাও।
তাই তীব্র অসন্তোষ সৃষ্টি হয়েছে গ্রাম বাসীদের মধ্যে। গ্রামবাসীদের এই বিক্ষোভকে সমর্থন করে বিক্ষোভে সামিল হয়েছেন এলাকার দুই স্বেচ্ছাসেবী সংস্থা অভিন্ন ও দেউলপোতা গ্রাম্য গোষ্ঠী। দুই সংস্থার তরফে তনুজ বেরা, ভীষ্মদেব দাশ ও প্রীতম মহাপাত্র জানান অসাধু ব্যাবসায়ীর জন্য আমাদের গ্রাম তার সংস্কৃতি, ঐতিহ্য হারাচ্ছে। ছোট থেকে বড় সকলে মদ্যপানে আসক্ত হচ্ছেন,বাড়িতে বাড়িতে এখন অশান্তি শুরু হয়েছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে আমরা এই বিক্ষোভে সামিল হয়েছি। অবিলম্বে প্রশাসন এই মদের ভাটি বন্ধ করুক।