Select Language

[gtranslate]
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ শনিবার ( ১৩ই ডিসেম্বর, ২০২৫ )

যাদবপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীর প্রচার।

প্রদীপ কুমার সিংহ :- রবিবার সকালে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা বিভিন্ন জায়গায় ভোট প্রচার করে। শিব মন্দিরে পুজো দিয়ে সোনারপুর বাজার এলাকায় প্রচার সারলেন যাদবপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অনির্বান গাঙ্গুলি ৷

সোনারপুর এলাকায় শনিবার রাতে বিজেপির দলীয় পতাকা লাগানো নিয়ে তৃণমূলের সঙ্গে সংঘর্ষ হয় বিজেপির মধ্যে। তাতে বিজেপির কয়েকজন কর্মী আহত হন। সেই প্রসঙ্গে সোনারপুরে দলীয় কর্মীদের উপর হামলা নিয়ে রাজ্যের শাসকদলকে নিশানা করেন তিনি ৷ রাজ্য জুড়েই তৄণমুলের দুষ্কৄতিরা বিজেপির উপর হামলা চালাচ্ছে বলে তার অভিযোগ ৷

তিনি বলেন স্থানীয় প্রশাসন নিরপেক্ষ নয় ৷ তারা রাজ্যের শাসকদলের হয়ে কাজ করছেন ৷ স্থানীয় প্রশাসনের এই ভুনিকা সম্পর্কে নির্বাচন কমিশনের তারা দারস্থ হবে বলে জানান তিনি ৷ মানুষের সমর্থন নেই বলেই বিজেপির উপর হামলা চালানো হচ্ছে বলেই তিনি অভিযোগ করেন ৷

সোনারপুর বাজার এলাকা থেকে বৈকুন্ঠপুর মোড় পর্যন্ত জনসংযোগ করেন বিজেপি প্রার্থী ৷ এলাকার মানুষের ব্যাপক সাড়া পাচ্ছেন বলেই জানান তিনি ৷

পাল্টা অনির্বান গাঙ্গুলিকে কটাক্ষ সোনারপুর দক্ষিনের বিধায়ক লাভলী মৈত্রর ৷ তার অভিযোগ অনির্বান গাঙ্গুলি ভয় পেয়ে নানানরকম অভিযোগ করছে ৷ মানুষের সমর্থন নেই বলে ভয়ে ভুলভাল বকছে বলে পাল্টা কটাক্ষ লাভলীর ৷

Related News

Also Read