পূর্ব মেদিনীপুর জেলার পর্যটন কেন্দ্র মন্দারমণির সমুদ্রের স্নানে নেমে তলিয়ে গিয়ে নিখোঁজ রয়েছেন এক যুবক। কলকাতার বেসরকারি তথ্য – প্রযুক্তি সংস্থার কর্মী যুবকের নাম স্বরাজ বসু (২৩)। বাড়ি পূর্ব বর্ধমানের ভাতার থানা এলাকায়। তাঁর বাবা স্বপন বসু একজন পুলিশ কর্মী বলে সূত্র মারফত জানা গেছে । ওই জেলাতেই কর্মরত।
পুলিশ সূত্র থেকে জানা গেছে, স্বরাজ ও তাঁর ৪ সহকর্মী মিলে শনিবার দুপুরে মন্দারমণি এসে পৌঁছোন। একজন মহিলা সহকর্মীও ছিলেন তাঁদের সঙ্গে। মেরিন ড্রাইভের ধারে গাড়ি পার্কিং করে তাঁরা সকলে নেমে যান সমুদ্রে। স্বরাজ নেমে যান জলে। তারপর থেকে নিখোঁজ। সহকর্মীরা তাঁকে খুঁজে পাননি। পরে খবর পেয়ে এসে ঘটনাস্থলে পৌঁছোয় মন্দারমণি কোস্টাল থানার পুলিশ ও উদ্ধারকারী দল।
রবিবার সন্ধে পর্যন্ত সমুদ্রপথে দিঘা- মন্দারমণি পর্যন্ত দাপিয়ে বেড়িয়েছে উদ্ধারকারীরা।তারপরও খোঁজ মেলেনি। মন্দারমণি কোস্টাল থানার ওসি অর্কদীপ হালদার বলেন, ‘খবর পেয়ে পরিবারের লোকজন এলেও ওই যুবকের নিখোঁজ হওয়ার ঘটনার ব্যাপারে এখনও পর্যন্ত কোনও অভিযোগ জমা পড়েনি। আমরা স্থানীয় মানুষের থেকে খবর পেয়ে খোঁজ শুরু করেছি। রবিবার সন্ধে পর্যন্ত তার খোঁজ মেলেনি।’





