গরমের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে পথচারীদের স্বস্তি দিতে পথে নামল পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি দেশপ্রাণ ব্লকের অযোধ্যারপুর গ্রামের যুবক বৃন্দ।
কয়েক দিন ধরে কাঁথি রসুলপুর রাজ্য সড়কে অযোধ্যাপুর বাস স্ট্যান্ড কাছে চলতি গাড়ি, টোটো,অটো, ট্রেকার,যাত্রীবাহী বাস, থামিয়ে যাত্রীদের গ্লুকোজ জল খাওয়ানোর কর্মসূচি চলছে। এই জল খেয়ে তৃপ্তি পাচ্ছেন সাধারণ মানুষ। এর জন্য এলাকার যুবকদের অভিনন্দন জানিয়েছেন পথ চলতি মানুষ ও যাত্রীরা। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিন্টু মালি, প্রণব জানা,সৈকত দাস, প্রমুখ।
Post Views: 13