Select Language

[gtranslate]
১২ই পৌষ, ১৪৩১ শুক্রবার ( ২৭শে ডিসেম্বর, ২০২৪ )

পরিত্যক্ত সদ্যজাতদের আশ্রয় দিতে ‘পালনা’ চালু হল।

পরিত্যক্ত শিশুদের এবার নিরাপদ আশ্রয়স্থল দেওয়ার ব্যাবস্থা করলো পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন।

বাচ্চা জন্ম হওয়ার পর অনেক বাবা-মা সেই শিশুদের নিতে না চাইলে তাদের অসহায় অবস্থায় রাস্তার ধারে বা ডাস্টবিনে ফেলে দিয়ে আসে।ফলে শিশুদের প্রাণ সংশয়ের আশঙ্কা থাকে। সেই শিশুদের নিরাপদ আশ্রয় দিতে এবার পাইলট প্রজেক্ট হিসেবে চারটি পালনার উদ্বোধন করলো পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন।

রাস্তার ধারে এভাবে শিশু ফেলে যাওয়ার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। যত্রতত্র সদ্যজাতকে ফেলে দেওয়া আটকাতে এই মানবিক ব্যবস্থা গ্রহণ করেছে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন।

জেলার চারটি হাসপাতালে এই পালনাগুলি স্থাপন করা হবে। পালনাতে শিশু রেখে গেলে একটি সয়ংক্রিয় এলার্ম ডিভাইস বেজে উঠবে যার ফলে দায়িত্বে থাকা আধিকারিকের কাছে একটি বার্তা পৌঁছবে।

সেই পরিত্যক্ত শিশুদের উদ্ধার করে দেখাশুনোর দায়িত্ব নেবে জেলা প্রশাসন। গত চার পাঁচ মাস ধরে জেলার বিভিন্ন প্রান্ত থেকে একাধিক পরিত্যক্ত শিশু উদ্ধার করেছে জেলা প্রশাসন।

Related News

Also Read