অভিনব পন্থায় চিকিৎস্যক দিবস উদযাপন করলো কাঁথি লিও ক্লাব। আজ চিকিৎস্যক দিবস।রাজ্যের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাঃ বিধ্না চন্দ্র রায়ের জন্ম দিন।অপরদিকে সারা পৃথিবীর আজকের দিনের সবচেয়ে বড় সমস্যা পরিবেশ দূষন।সেই সমস্যা থেকে
রক্ষা পেতে এবং চিকিৎস্যকদের সম্মান প্রদর্শন করতে তাঁদের বাড়ি- চেম্বারে গিয়ে গাছের চারা তুলে দিলো কাঁথি লিও ক্লাব।কাঁথি লায়ন্স ক্লাব পরিচালিত কাঁথিব লিও ক্লাবের সদস্য-সদস্যাদের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন কাঁথির শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরা।
কাঁথি লিও ক্লাবের সভাপতি সৌম্যদিপ মান্নার নেতৃত্বে এবং লিও ক্লাবের এডভাইসার তথা কাঁথি লায়ন্স ক্লাবের প্রাক্তন সভাপতি অশোক নন্দের উপস্থিতে লিও ক্লাবের সদস্য-সদস্যারা শনিবার সকালে এই কর্মসূচীটি পালন করে

Post Views: 26