পূর্ব মেদিনীপুর জেলার তাজপুর সমুদ্র সৈকতের বীচ সংলগ্ন হোটেলের ধাবাতে ভয়াবহ অগ্নিকান্ড ঘটলো শুক্রবার দুপুরে। এই অগ্নিকান্ডের জেরে তীব্র আতংক ছড়ায় সৈকতে।
জানা গেছে তাজপুরে সমুদ্রের ধারে বাঁশ ও কাঠে নির্মিত অস্থায়ী এই ধাবার গ্যাস সিলিন্ডার আচমকা বাস্ট করে।আর তার থেকেই ছড়িয়ে পড়ে আগুন।সেই সময়ে ধাবায় খাওয়ার খেতে আসা পর্যটকেরা ছোটাছুটি শুরু করে দেয়
।ঘটনাটা নজরে আসতেই পাশাপাশি থাকা অন্যান্য দোকানের কর্মচারী ও স্থানীয় বাসিন্দারা দৌড়ে এসে উদ্ধার কাজে হাত লাগায়
।আগুন নেভানোর কাজ শুরু হয়।খবর দেওয়া হয় দমকলে।তবে দমকলের একটা ইঞ্জিন আসার আগেই নিয়ন্ত্রনে আসে আগুন।
এই দুর্ঘটনায় ধাবার লক্ষাধিক টাকার সরঞ্জাম নষ্ট হয়েছে বলে জানা গেছে। হতাহতের কোন খবর পাওয়া যায় না।


Post Views: 55