কোলের শিশুকে সাথে নিয়ে পুকুরে মুখ ধুতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল মায়ের।কোন ভাবে প্রাণ বাঁচলো শিশুর। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি দেশপ্রাণ ব্লকের বামুনিয়া গ্রাম পঞ্চায়েতের পশ্চিম বামুনিয়া গ্রামে।
মৃতা গৃহবধূর নাম পূজা খাড়া।পূজার স্বামী চন্দন খাঁড়া কর্মসূত্রে মুম্বাইতে থাকতো।পূজার বাপের বাড়ি মুম্বাইতে। স্বামীর সাথে বিশ্বকর্মা পুজায় শ্বশুর বাড়ি পশ্চিম বামুনিয়া গ্রামে এসেছিলো।এই দম্পতির কয়েক মাসের শিশু পুত্র আছে।
জানা গেছে শুক্রবার দুপুরে কোলের শিশুকে সাথে নিয়ে পুকুরে মুখ ধুতে গেছিলো পূজা।সেখানেই নিয়ন্ত্রন হারিয়ে মা ও শিশু পুত্র জলে পড়ে যায়।ঘটনাটা নজরে আসতেই পুজার শাশুড়ি পুকুরে ঝাঁপিয়ে পড়ে শিশু পুত্রকে উদ্ধার করলেও তিনি পুত্রবধূ পুজাকে উদ্ধার করতে পারেন নি।
পরিবারের লোকেরা জানতে পেরে পূজা খাড়াকে পুকুর থেকে তুলে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করার পর জানিয়ে দেন পূজার মৃত্যু হয়েছে। এই ঘটনায় এলাকার শোকের ছায়া নেমে আসে।