Select Language

[gtranslate]
১২ই পৌষ, ১৪৩১ শুক্রবার ( ২৭শে ডিসেম্বর, ২০২৪ )

বারুইপুরে রক্তদান শিবির



প্রদীপ কুমার সিংহ :- বারুইপুর মেরিনার্স মোহনবাগান ফ্যানস ক্লাবের পরিচালনা এক রক্তদান শিবির হয় শিবানী পিঠের কাছে একটি কমপ্লেক্সে রবিবার সকালে। সহযোগিতায় সরোজগুপ্ত ক্যান্সার সেন্টার এন্ড রিচার্জ ইনস্টিটিউট ব্লাড ব্যাংক।



১৯১১ সালে ২৯ জুলাই মোহনবাগান ক্লাব প্রথম আইএফএ শিল্ড জিতেছিল সেই উপলক্ষে ২৯ শে জুলাই মোহনবাগান দিবস পালন হয়। এই দিবস উপলক্ষে রক্তদান শিবির করে বারুইপুর মেরিনার্স মোহনবাগান ফ্যানস ক্লাবের পক্ষ থেকে।এই রক্তদান শিবির তৃতীয় বছরের পদার্পণ করলো।

শিবিরে প্রধান অতিথি ছিলেন বারুইপুর পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের পৌর মাতা মিলু গুহ ঠাকুরতা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন মহিলা ও পুরুষ মিলে মোট ৪৬ জন রক্তদাতা রক্তদান করে।রক্তদাতাদের হাতে একটি করে গাছ তুলে দেওয়া হয় ক্লাবের পক্ষ থেকে।

Related News

Also Read