Select Language

[gtranslate]
২৮শে ফাল্গুন, ১৪৩১ বৃহস্পতিবার ( ১৩ই মার্চ, ২০২৫ )

কোলাঘাটের জঁফুলি খাল সংস্কারের দাবীতে ডেপুটেশন।

পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের জঁফুলি ও টোপা ড্রেনেজ খাল জেলা পরিষদ চলতি বছরে সংস্কার করবে। গত ৪ সেপ্টেম্বর জঁফুলি খাল সংস্কারের ওয়ার্ক অর্ডার ইস্যু হয়েছে। এজন্য বরাদ্দ করা হয়েছে ৫৫ লক্ষ ৭৯ হাজার ৯৫৭ টাকা। 15th FC(2023-24) Tied Sector ফান্ডের টাকায় খালটি সংস্কার করা হবে। খাল সংস্কারের সময়সীমা ধার্য করা হয়েছে ৯০ দিন। কার্যতঃ আড়াই মাস পূর্বে জেলা পরিষদের অতিরিক্ত নির্বাহী আধিকারিক তথা এ.ডি.এম.(জেড.পি.)সংশ্লিষ্ট ঠিকাদারকে ওয়ার্ক অর্ডার দিলেও এখনও কোন কাজ এগোয়নি বলে অভিযোগ।
অন্যদিকে টোপা-ড্রেনেজ খালের টেন্ডার নোটিশ করে টেন্ডার আহ্বান করা হলেও প্রথম টেন্ডারে কোন ঠিকাদার কাজ করার জন্য আবেদন করেন নি। দ্বিতীয়বার টেন্ডার আহ্বান করা হয়েছে। ফলস্বরূপ টেন্ডার প্রক্রিয়াই সম্পন্ন হয়নি।
অবিলম্বে জঁফুলি খাল সংস্কারের বিষয়ে কোলাঘাট ও শহীদ মাতঙ্গিনী ব্লকের বি ডি ও সহ দুই ব্লকের সংশ্লিষ্ট জনপ্রতিনিধি এবং পূর্ব মেদিনীপুর জেলা বন্যা-ভাঙন প্রতিরোধ কমিটির প্রতিনিধিদের নিয়ে মিটিং সহ মাইক প্রচার করে দ্রুত কাজ শুরুর দাবী জানিয়ে আজ জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিকের সাথে বন্যা-ভাঙন প্রতিরোধ কমিটির এক প্রতিনিধিদল দেখা করেন। প্রতিনিধিদলে ছিলেন সংগঠনের জেলা যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক ও প্রশান্ত সামন্ত, নিবাস মানিক,শুভাশীষ মন্ডল প্রমুখ।
নারায়নবাবু বলেন, জোয়ার জলকে কাজে লাগিয়ে যে কৃষকেরা বোরো মরশুমের ধানের বীজতলা ফেলায়,তারা যে ওই জল আগামী মরশুমে পাবে না চাষের জন্য, তা জানিয়ে এখনই মাইকিং করতে হবে। এ ব্যাপারে আলোচনার জন্য আমরা আজ সভাধিপতি সহ সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলেছি। আগামী সপ্তাহে ওই মিটিং ডেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে ভারপ্রাপ্ত ইঞ্জিনিয়ার জানান।

Related News