কন্টাই সুপারষ্টার ক্লাব টি-টোয়েন্টি লীগে বালিঘাই ও সুইট ইলেভেনের জয় - Ekhansangbad

Select Language

[gtranslate]
২৩শে আষাঢ়, ১৪৩২ সোমবার ( ৭ই জুলাই, ২০২৫ )

কন্টাই সুপারষ্টার ক্লাব টি-টোয়েন্টি লীগে বালিঘাই ও সুইট ইলেভেনের জয়

কন্টাই সুপারষ্টার ক্লাবের পরিচালনায় টি টুয়েন্টি ডিউজ লীগ কাম নক ক্রিকেট প্রতিযোগিতা সিএসএসসি সুপার চ্যালেঞ্জ কাপে আজ যে দুটি দল অংশগ্রহণ করে বালিঘাই ক্রিকেট একাডেমি ও হাতিশাল অগ্রগামী সংঘ। সকালে টসে জিতে হাতিশাল বালিঘাই কে ব্যাট করতে পাঠায়। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭২ রান করে। প্রত্তুতরে ১৭৩ রান জয়ের লক্ষ্য মাত্র নিয়ে ব্যাট করতে নেমে ১৬.৪ ওভারে ১৪১ রান সকালে আউট হয়ে যায় ফলে বালিঘাই ক্রিকেট একাডেমি ৩১ রানে জয়লাভ করে।  এই খেলায় ম্যান অফ দি ম্যাচ হয়ে স্বর্গীয় পবন গুড়িয়া স্মৃতি পুরস্কার লাভ করেন ব্যাটে ২১ বলে ৩৮ রান বলে ১ ওভারে ২ দিয়ে ৩ উইকেট নিয়ে প্রতিযোগিতায় প্রথম হ্যাট্রক করে ম্যান অফ দি ম্যাচের পুরস্কার লাভ করেন এই পুরস্কার তুলে দেন চন্দন মাইতি। দিনের দ্বিতীয় খেলায় যে দুটি দল অংশ নেয় কন্টাই সিএসএসএ বনাম সুইট ইলেভেন।

টসে জিতে সিএসএসএ ব্যাটিং করার সিন্ধান্ত নেয় নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৩৭ রান করে প্রত্তুতরে ব্যাট করতে নেমে সুইট ইলেভেন  ১৬.২ ওভার ৪ উইকেটে ১৪০ রান করে ৬ উইকেটে জয়লাভ করে। সুইট ইলেভেন এর বাংলা দলের অনুর্ধ্ব ১৯ দলের খেলোয়াড় সৌম্যদীপ মান্না ৫৮ বলে ৯৩ রানে অপরাজিত থেকে স্বর্গীয় পুলিন গুড়িয়া স্মৃতি ম্যান অফ দি ম্যাচের পুরস্কার লাভ করেন। এই ট্রফি তুলে দেন দাতা সুরজিৎ গুড়িয়া। আগামীকালকের খেলা সকালে হাতিশাল অগ্রগামী সংঘ বনাম তমাল এন্টারপ্রাইজ নেভিগেশন দুপুরের খেলা শেরপুর যুবগোষ্ঠী বনাম মল্লিক ব্রাদার্স। ক্লাব সম্পাদক বিশ্বজিৎ দত্ত এই মেঘা খেলায় সকল ক্রীড়া প্রেমীদের  মাঠে আসার আহবান জানান।

Related News

05:26