তিনদিন ধরে নিখোঁজ থাকার পরে এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো।বৃহস্পতিবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ।ঘটনাটা পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার শীতলপুর গ্রাম পঞ্চায়েতে কল্যানচক এলাকার ।

জানা যায় শীতলপুর গ্রাম পঞ্চায়েত এলাকা কল্যানচক গ্রামের প্রাথমিক স্কুলের পেছনের পুকুরে একটি মৃতদেহ ভেসে আছে দেখতে পায় এলাকাবাসীরা। স্থানীয় বাসিন্দারা নন্দকুমার থানায় খবর দিলে নন্দকুমার থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।

মৃতের নাম বিকাশ বেরা ।বয়স আনুমানিক ৪০।বাসের কন্টাকটারে কাজ করতো। গত ৩দিন নিখোঁজ ছিল।জানা গেছে মৃত যুবকের নাকে মুখে রক্তের চিহ্ন দেখতে পাওয়া গেছে ।
Post Views: 6





