ঘূর্নিঝড় “মিগজাউম” এর প্রভাবে গত কয়েক দিনের মেঘলা আবহাওয়া ও গতকাল থেকে ঝির-ঝিরে বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার দরুন চলতি আমন মরশুমের ধান তোলার কাজ ভীষণ সমস্যার সম্মুখীন হয়েছে। এ ক্ষেত্রে চাষীদের খরচ যেমন বাড়বে, পাশাপাশি ধানেরও ক্ষতি হবে। এছাড়াও বৃষ্টিতে ক্ষতি হয়েছে সর্ষে, সব্জি ও আলু চাষেরও।
অন্যদিকে ফুলের ক্ষেত্রে পাপড়িতে জল ঢুকে পাপড়ি পচে গিয়েও নষ্ট হবে ফুল। পাঁশকুড়ার মহতপুরের এক ফুলচাষী গনেশ মাইতি বলেন,আমার ১ বিঘা জমিতে চন্দ্রমল্লিকা ফুলের চাষ করছিলাম। ঝোড়ো হাওয়া ও বৃষ্টিতে ফুলের পাপড়িতে জল ঢুকে পাপড়ি পচে ফুলের গুনমান নষ্ট হবে।
সারা বাংলা ফুলচাষী ও ফুলব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক বলেন, বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় চলতি বিয়ের মরশুমে চন্দ্রমল্লিকা-গাঁদা-দোপাটি প্রভৃতি পাপড়ি যুক্ত ফুলেরও ভীষন ক্ষতি হোল। ক্ষতিগ্রস্ত ফুলচাষী সহ কৃষকদের সরকারীভাবে উপযুক্ত ক্ষতিপূরন দেওয়ার জন্য আমরা আবেদন জানাচ্ছি।
কৃষক সংগ্রাম পরিষদের সহকারী সম্পাদক গোবিন্দ পড়িয়া বলেন, এমনিতেই এ বছর বর্ষার সময় বৃষ্টিতে ধানচাষের ক্ষতি হয়েছে। তার পর এই বৃষ্টি কৃষকদের ফের ক্ষতির সম্মুখীন কোরল।