Select Language

[gtranslate]
২৮শে ফাল্গুন, ১৪৩১ বৃহস্পতিবার ( ১৩ই মার্চ, ২০২৫ )

খেজুরীতে রূপসী বাংলা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল।

রূপসী বাংলা ক্লাবের পরিচালনায় তিনব্যাপী
নক আউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো রবিবার বিকালে পাঁচুড়িয়া গ্ৰামের সমুদ্র সৈকতে। ফাইনাল খেলায় মহিষাদলের সার্থক অ্যান্ড শ্রেয়ম এন্টারপ্রাইজ ৩-০ গোলে পরাজিত করে ঝাঁটিহারী অগ্নিশিখা ক্লাবকে। এদিনের খেলায় বিশেষ অতিথি রূপে উপস্থিত ছিলেন উত্তর কাঁথির বিধায়িকা সুমিতা সিনহা ও খেজুরীর বিধায়ক শান্তনু প্রামাণিক । এদিনের ফাইনাল খেলায় কানায় কানায় দর্শক পরিপূর্ণ ছিল খেলার মাঠ। খেলা পরিচালনায় সহযোগী ছিল পাঁচুড়িয়া ব্রাইট ফিউচার এবং বিবেকানন্দ শান্তি ও প্রগতি সংঘ। খেলা পরিচালনা করেন আশীষ দত্ত পরমেশ্বর প্রধান, রবীশংকর দাস, মদনমোহন মালী, শিবশংকর দাস প্রমুখ। আয়োজক সংস্থার সম্পাদক সুধাংশুশেখর দাস উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।

Related News