রূপসী বাংলা ক্লাবের পরিচালনায় তিনব্যাপী
নক আউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো রবিবার বিকালে পাঁচুড়িয়া গ্ৰামের সমুদ্র সৈকতে। ফাইনাল খেলায় মহিষাদলের সার্থক অ্যান্ড শ্রেয়ম এন্টারপ্রাইজ ৩-০ গোলে পরাজিত করে ঝাঁটিহারী অগ্নিশিখা ক্লাবকে। এদিনের খেলায় বিশেষ অতিথি রূপে উপস্থিত ছিলেন উত্তর কাঁথির বিধায়িকা সুমিতা সিনহা ও খেজুরীর বিধায়ক শান্তনু প্রামাণিক । এদিনের ফাইনাল খেলায় কানায় কানায় দর্শক পরিপূর্ণ ছিল খেলার মাঠ। খেলা পরিচালনায় সহযোগী ছিল পাঁচুড়িয়া ব্রাইট ফিউচার এবং বিবেকানন্দ শান্তি ও প্রগতি সংঘ। খেলা পরিচালনা করেন আশীষ দত্ত পরমেশ্বর প্রধান, রবীশংকর দাস, মদনমোহন মালী, শিবশংকর দাস প্রমুখ। আয়োজক সংস্থার সম্পাদক সুধাংশুশেখর দাস উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।


Post Views: 28