পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের ইয়ুথ স্পোটিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো ২১কিমি মিনি ম্যারাথন প্রতিযোগিতা।দৌড় শুরু হয় মেছেদা কেটিপিপি মোড় থেকে।তারপর তমলুক শহর ঘুরে শেষ হয় তমলুকের তমলুক ইউথ স্পোর্টিং ক্লাব সংলগ্ন শংকরআড়া বাসপুলে। মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় প্রায় দুই শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে। এই মিনি ম্যারাথন এবছর ৩০ তম বর্ষে পদার্পণ করল। দৌড় প্রতিযোগিতায় জেলা,রাজ্য এবং অন্যান্য রাজ্যের প্রতিযোগিরা অংশ গ্রহন করেছিল।মিনি ম্যারাথন দেখার জন্য রাস্তার পাশে ভিড় জমায় উৎসাহী দর্শক, পাশাপাশি রাস্তার পাশে থাকা সমস্ত ক্লাবগুলি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়।
দৌড় প্রতিযোগিতায় প্রথম হয় ঝাড়খণ্ডের অর্জুন টুডু, তার সময় লেগেছে ১ ঘন্টা ২ সেকেন্ড।
দ্বিতীয় হয় উত্তরপ্রদেশের অভিষেক কুমার, তার সময় লেগেছে ১ ঘন্টা ১ মিনিট ৩১ সেকেন্ড।
ঝাড়খণ্ডের তারক মান্ডি তৃতীয় হয়েছে তার সময় লেগেছে ১ ঘন্টা ৪ মিনিট ৫৩ সেকেন্ড।
প্রথম প্রতিযোগী কে ৩০ হাজার টাকা এবং একটি ট্রফি দেওয়া হয়। দ্বিতীয় প্রতিযোগিতাকে কুড়ি হাজার টাকা এবং ট্রফি।তৃতীয়কে প্রতিযোগীকে দশ হাজার টাকা এবং ট্রফি। দশম স্থান পর্যন্ত প্রতিযোগিতার আর্থিক পুরস্কার দেওয়া হয়।
মহিলাদের মধ্যে প্রথম হয় তমলুক মেয়ে লাবনী। তারও হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
