ত্রয়োদশ বর্ষ এগরা মহকুমা বইমেলার তৃতীয় দিনটি “হরিপদ শাসমল ও এগরা পৌর দিবস” হিসেবে নির্দিষ্ট। প্রথম পর্বে হরিপদ শাসমল নিয়ে স্মারক বক্তব্য রাখেন তাঁর প্রাক্তন ছাত্র
কবি সুরকার হেমন্ত মাইতি। কবিতা গানে ও অনুগল্পে শতবর্ষ পরে কেন তিনি স্মরণীয় তার উল্লেখ করে সকলকে সমৃদ্ধ করেন। পৌরহিত্য করেন মেলার কার্যকরী সভাপতি বীর কুমার শী। দ্বিতীয় পর্বে আলোচ্য বিষয় “প্রস্তাবিত দক্ষিণ মেদিনীপুর জেলার সদর শহর হোক এগরা” শীর্ষক আলোচনায় পৌরহিত্য করেন এই সংগঠনের সভাপতি প্রখ্যাত চিকিৎসক ডা
বাদল অশ্রু ঘাটা, আলোচনায় অংশ নেন
জাহালদা হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক ড কালিপদ প্রধান, প্রাক্তন ব্যাঙ্ক আধিকারিক ও ছত্রি পঞ্চায়েতের প্রাক্তন প্রধান সুকুমার রায়,
প্রাক্তন জেলা পরিষদ সদস্য ও শ্রমিক নেতা সুব্রত পন্ডা, বিদুরপুর হাই স্কুলের প্রাক্তন শিক্ষক মানস কর মহাপাত্র ,খাড় হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক কমল কুমার পন্ডা,
ললাট গঙ্গাধর পাঠশালা হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক নবকান্ত জানা
এগরা-২ পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি প্রকাশ রায়চৌধুরী প্রমুখ। সকলেই তাদের বক্তব্যে বলেন
যদিও তাঁদের কোনো রাজনৈতিক আইডেন্টিটি উল্লেখ করা হয়নি তবুও যে যার একটি রাজনৈতিক দলের সংগঠক ও সমর্থক। এমন মহতি আলোচনায় তারা উপস্থিত হয়ে কেউ কেউ তাদের সংগঠনিক ও ব্যাক্তিগত দৃষ্টিভঙ্গি এবং সিদ্ধান্ত সভায় উপস্থাপন করে বলেন এগরাকে কেন জেলা শহর করা উচিৎ ।এই পক্ষ সমর্থনে জোরালো যুক্তি উপস্থাপন করেন। দূরত্ব ,যোগাযোগ , বর্তমান স্বাস্থ্য গত সুবিধা,
কোস্টাল জোনগত প্রতিবন্ধকতা মুক্ত শহর এগরাকে জেলা শহর করার পক্ষে মত দেন। কেউ কেউ বলছেন তেইশ বছরেও যে মহকুমায়
এখনো বিচারালয় গড়ে ওঠেনি সেখান�





