Select Language

[gtranslate]
২৯শে কার্তিক, ১৪৩২ শুক্রবার ( ১৪ই নভেম্বর, ২০২৫ )

বারুইপুরে এসআইআর শুরু হয়ে গেল

প্রদীপ কুমার সিংহ

ভারতের মুখ্য নির্বাচন কমিশনার নির্দেশ দিয়েছিল ৪ নভেম্বর থেকে পশ্চিমবাংলার এস আই আর শুরু হবে। সেই মোতাবেক মঙ্গলবার থেকে এস আই আর শুরু হয়ে গেছে। দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর পুরসভা এলাকায় এস আই আর এর কাজ শুরু হল। মাত্র ১০ টি ইনিউমারেশন ফর্ম দেওয়া হয়েছে বি এল ও কে। তাই দেরিতে কাজ শুরু এস আই আরের। একা বি এল ও এসেছেন কিন্তু দেখা নেই বি এল এ দের। বারুইপুর পুরসভার ১১ নম্বর ওয়ার্ডে একাই কাজ সারছেন বি এল ও কর্মী নাম সীমা সরদার। তাঁর বাড়ি বারুইপুর পুরসভার ১০ নম্বর ওয়ার্ডে।

তিনি জানান আজ প্রথম দিন দশটা ফর্ম বিলি করতে পেরেছি। তিনি বলেন ২০০২ এতে যাদের ভোটার লিস্টে নাম আছে তাদের অন্য কোন ডকুমেন্ট লাগবে না। শুধু ফরম ফিলাপ করতে হবে আর দু কপি করে পাসপোর্ট ছবি দিতে হবে। আর যাদের ২০০২ সালে ভোটার লিস্টের নাম নেই তাদের ডকুমেন্ট জমা দিতে হবে পাসপোর্ট ছবি সহ। তবে মঙ্গলবার এই ফর্ম বিলি করতে কোন অসুবিধা হয়নি সাধারণ মানুষ সহযোগিতা করেছে।

এই দিন প্রথম যে বাড়িতে ফরম বিল করেছেন সেই বাড়ির মালিক মতিউর রহমান জানান বি এল ও ম্যাডাম এসে দুটি ফরম দিলেন একটি ফর্মে আমাদের এপিক কার্ড এর নাম্বার এবং ২০০২ তে আমাদের যে নাম আছে সেটি ফিলাপ করেন ও পাসপোর্ট ফটো নিয়ে পুরো ফিলাপ করে দিলেন। আর একটিমাত্র ফর্ম আমাদের সই করে দিয়ে গেলেন। এতে আমাদের কোন অসুবিধা হয়নি।

Related News

Also Read