Select Language

[gtranslate]
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ শনিবার ( ১৩ই ডিসেম্বর, ২০২৫ )

লক্ষ টাকার ব্যাটারি চুরিতে চাঞ্চল্য 

প্রদীপ কুমার সিংহ

 বারুইপুর এলাকার চোরের দৌরাত্ম্য অনেকটাই বেড়ে যাচ্ছে। প্রায় সময় বিভিন্ন বাড়িতে চুরির ঘটনা ঘটেই চলেছে। প্রশাসনের পক্ষ থেকে চোর কিছু চোর ধরলেও চুরি বন্ধ করা যাচ্ছে না।

চোরেদের দৌরাত্বে ব্যবসা করা কার্যত অসম্ভব বারুইপুরের বলরামপুর এলাকায় । একের পর এক চুরির ঘটনা চাঞ্চল্য এলাকায়। রাতের অন্ধকারে ব্যবসায়ীর টোটো গাড়ি থেকে চুরি দেড় লক্ষ টাকার ব্যাটারী। অভিযোগ রাতের অন্ধকারে দুষ্কৃতীরা এসে দুটি টোটো গাড়ি থেকে দশটি ব্যাটারি চুরি করে নিয়ে যায়। যার বাজার মূল্য প্রায় দেড় লক্ষ টাকা। এই চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। বারুইপুর থানার অন্তর্গত বলরামপুর এলাকার ব্যবসায়ী শোভন কুন্ডু জানান এলাকায় এইভাবে চুরি হলে ব্যবসা করা কার্যত অসম্ভব। পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করে চুরি যাওয়া সামগ্রী ফিরিয়ে দিক। তিনি আরো বলেন কিভাবে ব্যবসা করব টোটোর ব্যাটারি সব চুরি হয়ে গেছে সময়মতো জিনিসপত্র পৌঁছাতে না পারলে সমস্ত অর্ডার ক্যানসেল হয়ে যাবে। এই টোটো নিয়ে জেলার বিভিন্ন প্রান্তে তিনি বিস্কুট পৌঁছে দেন কিন্তু রাতে চুরির ঘটনায় ব্যবসা সম্পূর্ণ বন্ধ। কি করবেন তা বুঝে উঠতে পারছেন না। এই ঘটনায় এলাকাবাসী অভিযোগ করছেন পুলিশ এলাকার একাধিক সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে দোষীদের কে গ্রেফতার করুক। দশটি ব্যাটারি চুরি করতে গেলে কেউ লুকিয়ে নিয়ে যেতে পারবে না রাস্তার দুদিকে একাধিক দোকানে সিসি ক্যামেরা রয়েছে সেগুলো খতিয়ে দেখলেই চোর ধরা পড়বে। চলতি মাসে বারুইপুর থানার বিভিন্ন প্রান্তে একাধিক চুরির ঘটনা ঘটে চলেছে তাদেরতেই বাড়ছে আতঙ্ক। এই চুরির ঘটনায় শোভন বাবু বারুইপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে মঙ্গলবার সকালে। অভিযোগের ভিত্তিতে বারুইপুর থানা পুলিশ তদন্ত শুরু করেছে।

Related News

Also Read