কলকাতার সাউথ ক্যালকাটা ল কলেজের ইউনিয়ন রুমের অভ্যন্তরে এক ছাত্রীকে ধর্ষণ করার প্রতিবাদে সোমবার কাঁথি শহরের প্রতিবাদ মিছিল করলো কাঁথির ছাত্র যুব নাগরিক মঞ্চ।
এদিন বিকেলে ক্যানেল পাড়ের বীরেন্দ্রনাথ শাসমল মূর্তির পাদদেশ থেকে এক প্রতিবাদ মিছিল শুরু হয়। প্রতিবাদ মিছিলের শুরুতে পথসভায় বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষক বিমল কুমার দাস, প্রধান শিক্ষক সন্দীপ কুমার মিশ্র , ঊষা রানী চক্রবর্তী প্রমুখ।
এই পথসভার পরে একটি প্রতিবাদী মিছিল কাঁথি শহর পরিক্রমণ করে। মিছিলের শেষে কাঁথির বড় ডাকঘরের সামনে প্রতিবাদ সভা হয়। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন কাঁথির ছাত্র -যুব নাগরিক মঞ্চের অন্যতম কনভেনর অধ্যাপক কিংশুক সাহা। তিনি বলেন–” আর জি করের ঘটনার এক বছর হতে চলল, এখনো অপরাধীরা শাস্তি পেল না। অপরাধীরা শাস্তি না পাওয়ার ফলেই এই ঘটনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। সাউথ কলকাতা ল কলেজের অভ্যন্তরে ঘটনার সঙ্গে যুক্ত অপরাধীদের কঠোর শাস্তির দাবিতে আমরা আজকে এই প্রতিবাদী কর্মসূচি করলাম। আর জি কর থেকে কসবা ঘটনার প্রতিবাদে আমরা রাজপথের আন্দোলন জারি রাখবো।
তিনি আরো বলেন – ” আগামী ৮-৯ আগাস্ট অভয়ার বিচারহীনতার এক বছর পূর্তিতে গোটা রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচি পালিত হবে, আমাদের কাঁথি শহরেও নাগরিক সমাজের পক্ষ থেকে প্রতিবাদী কর্মসূচি অনুষ্ঠিত হবে। এই কর্মসূচিতে সর্বস্তরের নাগরিক সমাজকে উপস্থিত হওয়ার আবেদন জানাচ্ছি। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিল প্রাক্তন প্রধান শিক্ষক চিত্তরঞ্জন জানা, বিমল জানা,সুশান্ত জানা, প্রাক্তন শিক্ষক অশোক দাস, শিক্ষক বাপাদিত্য নায়ক, সুপ্রিয় অধিকারী, সমাজসেবী বিশ্বজিৎ রায়, রফিকুল ইসলাম প্রমুখরা।