Select Language

[gtranslate]
৩রা অগ্রহায়ণ, ১৪৩২ মঙ্গলবার ( ১৮ই নভেম্বর, ২০২৫ )

বাদলপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে উদযাপন বিশ্ব যোগ দিবস

পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভা কেন্দ্রের রামনগর ২ ব্লকের বাদলপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে টাটকাপুর শ্যামা বিদ্যাভবনের সুবর্ণ জয়ন্তী স্মারক ভবনে বিশ্ব যোগা দিবস অনুষ্ঠিত হলো। উপস্থিত ছিলেন বাদলপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আশীষ কুমার গিরি, ভারত সরকারের এন বি সি স্বাধীন প্রাপ্ত ডিরেক্টর অসীম মিশ্র,এস বি আই প্রাক্তন ম্যানেজার দয়াল চাঁদ শাহু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডঃ তাপস জানা, জোগা প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক রাজকুমার মাইতি ও শিক্ষক-শিক্ষিকা অভিভাবক, অভিভাবিকা, গ্রাম পঞ্চায়েতের সকল সদস্য ও পঞ্চায়েত সমিতির সদস্য প্রমুখ।

এদিন বিভিন্ন স্কুল থেকে আসা ৮০ জন ছাত্রছাত্রী, যোগা তে অংশগ্রহণ করেছিল। ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবক অভিভাবিকা দের হাতে একটি করে আম গাছের চারা, ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়। প্রধানমন্ত্রীর আবেদন পরিবেশকে সুরক্ষিত রাখতে নিজের মায়ের নামে একটি করে গাছ লাগানোর। প্রধানমন্ত্রী ঘোষণা করা বার্তা সকলের কাছে যাতে পৌঁছে যায় সেই উদ্যোগে একটি করে গাছ তুলে দেওয়া হয় পঞ্চায়েতের পক্ষ থেকে। এই গ্রাম পঞ্চায়েত এলাকায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও ক্লাব ও বিভিন্ন স্কুলের শিক্ষকগন আমন্ত্রণ পেয়ে উপস্থিত হয়েছিলেন।

উপস্থিত সকলকে বার্তা দিয়েছেন গ্রাম পঞ্চায়েতের প্রধান অশোক কুমার গিরি। যদি কোনো সংগঠন বা প্রতিষ্ঠান যোগা প্রশিক্ষণ কেন্দ্র চালু করতে চায় তাদের সব ধরনের সহযোগিতা করবেন।

ভারত সরকারের এন বি সি র স্বাধীন প্রাপ্ত ডিরেক্টর অসীম মিশ্র জানান, অন্যান্য রাজ্যের সঙ্গে এই রাজ্যের অনেকটা পার্থক্য রয়েছে। কারণ এই সরকার কেন্দ্র সরকারের সঙ্গে সহযোগিতা করে কোন কিছু করতে চান না তাই এই রাজ্য পিছিয়ে রয়েছে। আজকের যোগা দিবসের দিনে তিনি সরকারিভাবে কোন জোগার উদ্যোগ নেওয়া হয়নি। বিভিন্ন রাজ্যে যেমন যোগার প্রশিক্ষণ শিবির রয়েছে এই রাজ্যে তেমন যোগার কোন সরকারি প্রশিক্ষণ শিবির নেই। যদি আমাদের কাছে কোন সংস্থা দাবি করেন সহযোগিতা করতে তবে আমি অবশ্যই তাদের কথা রাখব। সবশেষে পঞ্চায়েত প্রধান সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে শিবির সমাপ্ত করেন।

Related News

Also Read