Select Language

[gtranslate]
২৮শে ফাল্গুন, ১৪৩১ বৃহস্পতিবার ( ১৩ই মার্চ, ২০২৫ )

।। ইংলিশ চ্যানেলের ‘টু ওয়ে’ জয় প্রথম বাঙালি সাঁতারু রিমোর ।।

ইংলিশ চ্যানেলের ‘টু ওয়ে’ জয় করলেন রিমো সাহা। হাওড়ার সালকিয়ার বিশেষভাবে সক্ষম এই যুবকের সাফল্যে খুশ্যি তার পরিবার থেকে শুভানুধ্যায়ীরা। এর আগে ইংলিশ চ্যানেল ‘ওয়ান ওয়ে’ জয় করেছিলেন রিমো।

জানা গেছে, মাত্র সাড়ে ৩১ ঘন্টার মধ্যেই তিনি ইংল্যান্ড থেকে ফ্রান্স এবং ফ্রান্স থেকে ইংল্যান্ড সাঁতরে পার হয়েছেন রিমো। গত ১৮ জুলাই ইংল্যান্ডের শেক্সপিয়ার সমুদ্র সৈকত থেকে যাত্রা শুরুর পর প্রায় ১৬ ঘণ্টা বাদে তিনি ফ্রান্সের উপকূলে পৌঁছান। এরপর সেখানে এক মিনিটেরও কম সময়ে শুরু করেন ইংল্যান্ডমুখী সাঁতার। সাড়ে ১৫ ঘণ্টায় ব্রিটিশ উপকূলে পা রাখেন তিনি।

রিমো জানান, যাওয়ার সময় আবহাওয়া অনুকূল ছিল। কিন্তু ফেরার সময় অনেক বাধা-বিপত্তির সম্মুখীন হতে হয়েছে তাঁকে। প্রথম বাঙালি হিসেবে ‘টু ওয়ে’ জয় করেছেন বলে রিমোর দাবি।

Related News