Select Language

[gtranslate]
৩০শে পৌষ, ১৪৩১ মঙ্গলবার ( ১৪ই জানুয়ারি, ২০২৫ )

।। ডায়মন্ড উৎসবঃ১৬ থেকে ২৭ জানুয়ারি ।।

ইন্দ্রজিৎ আইচ :- সার্দান এভিনিউ এর কাছে লেক ক্লাবে আজ এক সাংবাদিক সম্মেলনে শ্যাম সুন্দর জুয়েলারি লঞ্চ করলো গ্লিটারিয়া এক্সক্লুসিভ ডায়মন্ড নেকলেস। এই গ্লিটারিয়া এক্সক্লুসিভ ডায়মন্ড ফেস্টিভ্যাল শুরু হচ্ছে
১৬ জানুয়ারি,সোমবার থেকে।চলবে ২৭ জানুয়ারি পর্যন্ত।

এই ডায়মন্ড ফেস্টিভ্যালের উদ্বোধন করেন জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ও পলক।

এক সাংবাদিক সন্মেলনে শ্যাম সুন্দর জুয়েলার্স এর কর্ণধার রূপক সাহা জানালেন আমাদের এই শোরুম থেকে যারা আমাদের হিরের গহনা কিনবেন তাদের ১০০ শতাংশ ওয়ারেন্টি ও গেরিন্টি পাবেন পাশাপাশি আমাদের গ্রাহক যারা তারা হীরের গহনার মজুরিতে একশো শতাংশ ছাড় পাবেন। তেমন থাকছে কেনাকাটায় নিশ্চিত উপহার সহ আরো অফার। যে কোনো সময় এই গহনা এক্সচেঞ্জ করে অন্য গহনা নিতে পারবেন।


অঞ্জলী সাহা জানালেন আমাদের কলকাতার তিনটি শোরুম রাসবিহারী, বেহালা, বারাসাত ও আগরতলার শোরুমে পাওয়া যাবে।

ঋতুপর্ণা ও পলক দুজনেই শ্যাম সুন্দর জুয়েলারির গহনার ভুয়সী প্রশংসা করে ও এই উদ্যোগ কে সাধুবাদ জানায়।

Related News

Also Read