Select Language

[gtranslate]
২৯শে কার্তিক, ১৪৩২ শুক্রবার ( ১৪ই নভেম্বর, ২০২৫ )

বিদ্যুৎ বিভ্রাটের কারণে রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ 

প্রদীপ কুমার সিংহ

বামফ্রন্ট সরকারের সময় পশ্চিমবাংলা লোডশেডিং এর কথা মানুষ বারে বারে বলতো কিন্তু ২০১১ সালের পর থেকে পশ্চিমবাংলা লোডশেডিং এর হার অনেকটাই কমে গেছে। বারুইপুর থানার অন্তর্গত রামনগর উত্তরভাগ এলাকায় ঘনঘন লোডশেডিং আর একটু বৃষ্টি হলেই এলাকা অন্ধকারে ডুবে যায়। তা নিয়ে বারে বারে বিদ্যুৎ দপ্তরকে জানিয়েও সুরাহা না হওয়ায় শেষমেষ শুক্রবার রাতে বারুইপুর-ক্যানিং সড়কের চক্রবর্তী আবাদ এলাকায় প্রায় এক থেকে দেড় ঘন্টা ধরে রাস্তা অবরোধে সামিল হল এলাকার বাসিন্দারা। রাস্তায় টায়ার জ্বালিয়ে এই অবরোধ করা হয়েছে।এর দরুণ বারুইপুর-ক্যানিংগামী সমস্ত গাড়ি চলাচল বন্ধ হয়ে গিয়েছে।ব্যাপক সমস্যায় পড়েছেন রাতের অন্ধকারে সাধারন মানুষ।

চক্রবর্তী আমাদের এক সাধারণ মানুষ বলে ইদানিং বারবার লোডশেডিং হচ্ছিল আমরা বিদ্যুৎ দপ্তরে বারবার তার জন্য আবেদন জানাচ্ছিলাম বিদ্যুৎ ঠিক করার জন্য কিন্তু কে শোনে কার কথা। আবার অল্প একটুঝড় বৃষ্টি হলে প্রায় ঘন্টার পর ঘন্টা লোডশেডিং হয়ে থাকে। তাতে সাধারণ মানুষ বাড়ি কোন রোগী থাকলে খুবই তাদের। রামনগরে বিদ্যুৎ দপ্তর এবং বাড়ির পুড়ে বিদ্যুৎ দপ্তরে বারবার বলেও কোনো কাজ না হওয়াতেই সাধারণ মানুষ একত্র হয়ে শুক্রবার রাতের সাড়ে আটটার পর যখন এলাকার লোডশেডিং হয় কখন সাধারণ মানুষ এক হয়ে ক্যানিং বারুইপুর মেইন রাস্তা জ্বালিয়ে পথ অপরাধ করে। পরে বারুইপুর থানার পুলিশ এসে অবরোধকারীদের সঙ্গে কথা বলে সেই প্রায় দেড় ঘন্টা পর অবরোথ তুলে দেয়।

Related News

Also Read