Select Language

[gtranslate]
৩০শে পৌষ, ১৪৩১ মঙ্গলবার ( ১৪ই জানুয়ারি, ২০২৫ )

।। জি বাংলায় আসছে “তোমার খোলা হাওয়া” ।।

ইন্দ্রজিৎ আইচ :- আগামী ১২ ই ডিসেম্বর সোমবার – শুক্রবার রোজ রাত সাড়ে নটায় শুরু হতে চলেছে জি বাংলায় নতুন মেগা সিরিয়াল ” তোমার খোলা হাওয়া”। আজ টালিগঞ্জ ক্লাবে অনুষ্ঠিত হলো এই ধারাবাহিক এর এক সাংবাদিক সম্মেলন।

উপস্থিত ছিলেন জি বাংলার পূর্ব ভারতের প্রধান সম্রাট ঘোষ, জি বাংলার প্রোগাম হেড নবনীতা চক্রবর্তী, পরিচালক বাবু বণিক,
তোমার খোলা হাওয়া র মূল অভিনেতা শুভঙ্কর সাহা(আবীর) অভিনেত্রী স্বস্তিকা দত্ত(ঝিলমিল), খেয়ালী দস্তিদার, অর্পিতা, দিয়া, রাইমা সহ আরো অনেকে।


পরিচালক বাবু বণিক জানালেন তোমার খোলা হাওয়া র গল্পটা হোলো বনগার মেয়ে হলো জিলমিল। সে খুব ছট ফটে। তার সাথে বিয়ে হয় আবিরের। আবির খুব পামচুয়েল। জীবনের সব কিছু নিয়ম মেনে চলে। বাড়ির সবাই তাকে খুব মেনে চলে। তার মায়ের চরিত্র টা করেছেন খেয়ালী দস্তিদার ( ছায়া দেবী)।



আবীর এর বাড়ির তিন বৌমা আছেন তারা হলেন বড় বউ শিবানী (অর্পিতা), মেজো বউ চৈতালি (দিয়া), ছোটো বউ সৃজা (রাইমা)। এই মেগায় ঝিলমিল এর বাবা ভূষণ সরকার (দেবনাথ চ্যাটার্জী) ও মা (পদ্মা সরকার) এর চরিত্র টা করেছেন সমজিতা।

এই মেগা টি একেবারে মিষ্টি প্রেমের গল্প। সকলেই এক বাক্যে জানালেন এই মেগাটি জি বাংলার সকল দর্শকদের নজর কাড়বে।

Related News

Also Read