ইন্দ্রজিৎ আইচ :-এ ভি এ ফিল্মস প্রোডাকশন প্রাইভেট লিমিটেড নিবেদিত ও পবন কানডীয়া প্রযোজিত ছবি মহিষাসুর মর্দীনি মুক্তি পেতে চলেছে আগামী নভেম্বর মাসে।
আজ তার ট্রেলার লঞ্চ হয়ে গেলো প্রিন্স আনোয়ার সাহা রোডের কেমব্রিজ ব্যাংককয়েটে।
এক সাংবাদিক সন্মেলনে ছবির কাহিনীকার ও পরিচালক রঞ্জন ঘোষ জানালেন এই ছবির গল্প একেবারে অন্য রকম। অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, শাশ্বত চট্টোপাধ্যায়,পরমব্রত চট্টপাধ্যায়, শৃতমা দে, অরুণিমা হালদার, সাহেব ভট্টাচার্য্য, পৌলমী দাস, কৌশিক কর সহ আরো অনেক শিল্পী। ক্যামেরা, সম্পাদনা, সঙ্গীত, আর্ট ও মেক আপ এ ছিলেন শুভদীপ দে, অমিত পাল, অভিজিৎ কুন্ডু, আশীষ অধিকারী ও পায়েল দত্ত।
সব মিলিয়ে নতুন এই ছবি দর্শকদের মনে দারুন সাড়া ফেলবে বলে মনে হয়।
Post Views: 15