Select Language

[gtranslate]
২রা অগ্রহায়ণ, ১৪৩২ সোমবার ( ১৭ই নভেম্বর, ২০২৫ )

মহিষাদলে ভোটার লিস্টে একাধিক ভুয়োভোটার

রাজ্যজুড়ে ভুয়োভোটার নিয়ে তোলপাড়ের মধ্যেই পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের ঘাগরা ৫৩ নং বুথে দেখা গেলো একাধিক মৃত ভোটারের নাম রয়েছে ২০২৫-এর ভোটার লিস্টে। তাদের মধ্যে কেউ পাঁঁচ বছর আগে কেউ আবার দেড়বছর আগে মারা গিয়েছেন।

 

মৃত ব্যাক্তিদের ডেথ সার্টিফিকেট পেতে গেলে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতে জমা করতে হয় ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ডসহ অন্যান্য সরকারি সুযোগপ্রাপ্ত কার্ডগুলি। এক্ষেত্রে প্রশ্ন উঠেছে মৃত ভোটারদের অরিজিনাল সমস্ত কার্ডগুলো জমা করে ডেথ সার্টিফিকেট পেয়ে গেলেও নাম বাদ যায়নি ভোটার তালিকা থেকে। এমনকি কেউ কেউ আবার মৃত ভোটারের অন্তেষ্টিক্রীয়ার জন্য সরকারি সমব্যাথী প্রকল্পে টাকাও পেয়েছেন। তারপরেও দেখা যাচ্ছে এববছরের ভোটার তালিকায় তাদের নাম রয়েছে। প্রশাসনের গাফিলতি নিয়ে সরব হয়েছেন মৃতের পরিবারের লোকজন। এমনকি মৃত পরিবারের সদস্যদের আশংকা তাদের পরিবারের সদস্যদের ভোটার তালিকায় নাম থাকার সুবাদে কেউ হয়ত ভোটও দিয়ে থাকতে পারেন। বিষয়টি সামনে আসায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

 

বিরোধীদের অভিযোগ, এইসমস্ত ভুয়ো ভোটারের সুযোগ নিয়ে নির্বাচনী বৈতরণী পার হতে চাইছে শাসকদল। অন্যদিকে সেই অভিযোগ অস্বীকার করে শাদকদল এর দায় চাপিয়েছেন নির্বাচন কমিশনের ওপর। মহিষাদলের বিডিও জানিয়েছেন, ভোটার তালিকা সংশোধন একটি চলমান প্রশেস। কোথাও যদি কোনো ভুল থাকে তাহলে তা দ্রুত সংশোধন করে দেওয়া হবে।

Related News

Also Read