Select Language

[gtranslate]
২২শে কার্তিক, ১৪৩২ শুক্রবার ( ৭ই নভেম্বর, ২০২৫ )

।। বিজেপি ও বামেদের হোর্ডিং ব্যানার ছিঁড়ে ফেলা অভিযোগ তৃনমূলের বিরুদ্ধে‌ ।।

কোন্নগর কানাইপুরের ১৫ নম্বর বুথে রাতের অন্ধকারে বিজেপি ও সিপিএম এর হোর্ডিং ছিঁড়ে ফেলে এক যুবক।অভিযুক্তকে হোর্ডিং ব্যানার ছেঁড়ার সময় হাতে নাতে ধরা হয়,যুবক স্বীকার করে তৃনমূলের কথায় এই কাজ করেছে সে,দাবী বিজেপির। কানাইপুর পঞ্চায়েতের ১৫ নম্বর বুথের নবাগত বিজেপি প্রার্থী দেবযানী দাস বলেন তৃণমূল ভয় পেয়েছে খবরে দেখা যাচ্ছে রাজ্য জুড়ে তারা সন্ত্রাস করছে বিজেপির হোটিং, ব্যানার ছিড়ে ফেলছে, এমনকি বিজেপি দের উপর হামলা চালাচ্ছে, এভাবে সন্ত্রাস চালিয়ে তারা টিকে থাকার চেষ্টা করছে, তারা বুঝতে পেরেছে এবারই হয়তো শেষ তারা তাই আমার হোডিং ম্যানেজ ছিড়ে ফেলছে। ঘটনা লিখিতভাবে জানানো হয়েছে পুলিশকে। অন্যদিকে তৃণমূলের এক নম্বর জেলা পরিষদের প্রার্থী দৃপ্তি ভট্টাচার্য বলেন, আমাদেরও বহু পোস্টার হোর্ডিং ছিঁড়ে ফেলা হয়েছে। তবে কে বা কারা করেছে জানি না। আর সাধারণ মানুষ তৃণমূলের পাশে আছে আমরা যেভাবে মানুষের পাশে আছি কাজ করছি তাতে তৃণমূল এই কাজ করার প্রয়োজন পরে না। তবে বিজেপির পায়ের তলে মাটি সরে গেছে তাই তারা এই কাজ করতে পারে।।।

Related News

Also Read