দিঘা তমলুক রেল লাইনে ধ্বস।নন্দকুমার থানার গিরিরচক গ্রামে রেল লাইনে বিশাল ধ্বস। ঘটনাস্থলে রেল আধিকারিকেরা। আবারও বড়সড় রেল দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল রেল দফতর ।
পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার নন্দকুমার ও চন্ডিপুরের লবণ সত্যাগ্রহ রেল স্টেশন এর মাঝখানে শনিবার গিরিরচক গ্রামের বাসিন্দারা দেখতে পায় রেল লাইনের ভিতরে রেল স্লিপার এর মধ্যে বিশাল ধ্বস। আর সেই ধ্বস বেস কয়েকফুট গভীর।
স্থানীয় গ্রামবাসিরা ওই ধ্বস দেখতে পেয়ে নন্দকুমার এর রেল অধিকারিক কে জানায়। রেল অধিকারিকরা দ্রুত ঘটনস্থলে এসে তদন্ত শুরু করেন। আর এই ঘটনায় চাঞ্চল্য ছাড়িয়েছে। তবে স্থানীয়দের অনুমান বৃষ্টিতে ওই খানের মাটি ধসে যেতে পারে।

Post Views: 22