ডি জে র দাপট, শব্দবাজী এবং বেপরোয়া বাইক চালানো বন্ধের দাবিতে আজ কোলাঘাটে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল সংগঠিত হল। কোলাঘাটে পরিবেশ রক্ষা কমিটির ডাকে আজ বৈকালে বিবেকানন্দ মোড়ে সর্বস্তরের মানুষ উপস্থিত হন। বিবেকানন্দ মোড় থেকে এই মিছিল কোলাঘাট শহর পরিক্রমা করে।
এমনিতেই সারা বছর বিভিন্ন আয়োজনকে কেন্দ্র করে একশ্রেণীর উদ্যোক্তাদের ডি জে বাজিয়ে আনন্দ উল্লাসে সাধারণ মানুষের প্রান ওষ্ঠাগত। পুজো উৎসবের সময় তা মাত্রাতিরিক্ত অবস্থায় পৌঁছায় বলে অভিযোগ। এরপর আছে নিষিদ্ধ শব্দবাজীর কান ফাটানো আওয়াজ। পাশাপাশি এক ধরনের যুবকদের বেপরোয়া বাইক চালানোর দৌরাত্ম্যে গ্রামের রাস্তাতেও পথচলার ক্ষেত্রে বিপজ্জনক হয়ে উঠছে। এরজন্য এলাকায় বেশ কয়েকটি দূর্ঘটনা এবং একাধিক মৃত্যুর ঘটনাও ঘটে গেছে।
এইসবের বিরুদ্ধে আজ কোলাঘাটে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল সংগঠিত হল। যোগ দিয়েছিলেন ব্যবসায়ি, চাকুরিজীবি, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, গৃহবধূ থেকে এলাকার সর্বস্তরের মানুষ।
এই কমিটির সম্পাদক অসিত সাহা জানান, ” আমরা এই বিষয়ে স্থানীয় সর্বস্তরের প্রশাসনের নিকট আবেদন নিবেদন করেছি যে, – “নিত্যজীবনে এইসব অসহনীয় যন্ত্রনাদায়ক অনৈতিক কাজ বন্ধ করার জন্য প্রশাসন যেন দ্রুত ও কঠোর পদক্ষেপ নেন।”
মিছিলে অংশ নেওয়া উমাতারা ব্যানার্জী, পায়েল বেরা, দের মত গৃহবধূরা সমস্বরে জানান, ডি জে র দানবীয় আওয়াজে ঘরবাড়ি কাঁপতে থাকে, ছোটরা অঁতকে ওঠে, বয়স্কদের বুক ধরপড় করে, কান ঝালাপালা করে, মাথা ঘোরে। আমরা আর সহৃ করতে পারছি না। অবিলম্বে বন্ধ হোক আনন্দ উল্লাসের এইরূপ বিকৃত ও অমানবিক রুচির আয়োজন।”






