দেশ জুড়ে গত কয়েক মাস ধরে রেল দুর্ঘটনা ঘটেই চলেছে ।কখনো করমন্ডল,কখনো বন্দে ভারত সহ অন্যান্য ট্রেন দুর্ঘটনার কবলে পড়েই চলেছে । এতে ভুগতে হচ্ছে সাধারণ যাত্রীদের।
সোমবার সকাল কোলকাতা থেকে আজমগড় কলকাতা এক্সপ্রেস ব্যান্ডেল থেকে বারোটা আটচল্লিশে ছাড়ার পরেই ঘটে বিপত্তি।ব্যান্ডেল স্টেশন ছেড়ে কারসেড পার করতেই ইঞ্জিন থেকে সমস্ত বগি বিচ্ছিন্ন হয়ে যায়।
প্রায় আধঘন্টা পর রেলের আধিকারিকরা এসে সেই ইঞ্জিনের সঙ্গে ট্রেনটিকে জোড়ার ব্যবস্থা করছেন ।প্রশ্ন থেকে যাচ্ছে একটাই এত টাকা দিয়ে ট্রেনের টিকিট কেটে মানুষের সুরক্ষা টা কোথায়?
Post Views: 19