পুলিশের পোষাক পরে গভীর রাতে বিজেপি কর্মীদের বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠলো শাসক দলের বিরুদ্ধে।যদিও তৃনমূল নেতাদের দাবি বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের ধরতে পুলিশ সক্রিয় হয়েছে।তাই মনগড়া মিথ্যা কথা প্রচার করে নিজেদের দুষ্কৃতীদের আইনের হাত থেকে বাঁচানোর চেষ্টা করছে বিজেপি।ঘটনাটা পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর-২ ব্লকের বরোজ অঞ্চলের।
ভগবানপুর বিধানসভার ভূপতিনগর থানার অন্তর্গত অর্জুননগর, বরোজ, সহ বেশ কয়েকটি এলাকা জুড়ে রাজনৈতিক হিংসা চরমে রয়েছে। বিজেপির অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা দিনের পর দিন এমন তান্ডব চালিয়ে আসছে। পুলিশ প্রশাসন কোন প্রকার পদক্ষেপ নিচ্ছে না। অপরদিকে তৃনমূলের দাবি বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা পুলিশের সামনেই বারংবার বোমাবাজি করেছে,এমনকি গুলিও চলায় । কয়েকদিন আগে তৃণমূলের সভা চলাকালীন এই ঘটনা ঘটেছে।পরের দিন তৃনমূল নেতাকে দিনে দুপুরে প্রকাশ্যে বাজারের মধ্যে হামলা করে খুনের চেষ্টা করেছিলো দুষ্কৃতীরা।সেই ঘটনায় তদন্ত শুরু হয়েছে।
এই বিষয়ে বিজেপির অভিযোগ গতকাল রাতে ভগবানপুর বিধানসভার বারোজ অঞ্চলে পুলিশের পোশাকধারী তৃণমূল ক্যাডারেরা বিজেপি কর্মী ও সাধারণ মানুষের বাড়িতে তল্লাশির নামে বাড়ির জিনিস পত্র ভাঙচুর, লুটপাট করা, মহিলাদের গায়ে হাত দেওয়া, কাপড় টানা, শাঁখা ভেঙে দেওয়ার চেষ্টা করেছে ।
জানা গেছে এই অভিযোগের পরেই ওই বিজেপির কার্যকর্তাদের সাথে দেখা করতে যান জেলা সাধারণ সম্পাদক তাপস দোলুই ও অন্যান্য নেতৃত্বরা।