Select Language

[gtranslate]
৩০শে শ্রাবণ, ১৪৩২ বৃহস্পতিবার ( ১৪ই আগস্ট, ২০২৫ )

বিপ্লবী মেদিনীপুর টাইমস্ পত্রিকায় উদ্যোগে মেধা পুরস্কার

অবিভক্ত মেদিনীপুর জেলা তথা বাংলার অন্যতম প্রাচীন দৈনিক,৪১ বর্ষ অতিক্রান্ত মেদিনীপুর টাইমস্ পত্রিকায় উদ্যোগে বিদ্যাসাগর স্মৃতি মন্দির প্রাঙ্গণে অবস্থিত গীতাঞ্জলি মুক্তমঞ্চে অনুষ্ঠিত হলো মেধা পুরস্কার-২০২৫ প্রদান অনুষ্ঠান। এদিনের অনুষ্ঠানে জেলা ও জেলা শহরের মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।

পাশাপাশি আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা বেশ কিছু মেধাবী ছাত্রছাত্রীকে শিক্ষা সামগ্রী এবং ৭৩ জন শিক্ষার্থীকে পাঁচশো টাকা করে এককালীন বৃত্তি প্রদান করা হয়। এদিনের কিছু বিশেষ পুরস্কার অকালে প্রয়াত পুত্র সৌরদীপের স্মৃতিতে প্রদান করেন পিতা চিকিৎসক ডাঃ সুদীপ চৌধুরী।পাশাপাশি এদিন প্রতিবছরের মতো এবারও সমাজের বিভিন্ন ক্ষেত্রের বেশ কিছু কৃতি ব্যক্তিত্বকে এদিন সম্মানিত করা হয়। অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানান পত্রিকায় সম্পাদক জেলার অন্যতম বর্ষীয়ান সাংবাদিক তারাশঙ্কর চক্রবর্তী। অনুষ্ঠানকে উপলক্ষ্য করে একটি স্মারক পত্রিকা প্রকাশ করা হয়। এদিনের অনুষ্ঠানমঞ্চে উপস্থিত ছিলেন বর্ষীয়ান লোক সংস্কৃতি গবেষক ড.মধুপ দে,মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক চিকিৎসক ডাঃ সৌম্য শংকর ষড়ঙ্গী, বিশিষ্ট চিকিৎসক তথা কাউন্সিলর ডাঃ গোলোক বিহারী মাঝি।মেদিনীপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক সত্যরঞ্জন ঘোষ, সঙ্গীতগুরু জয়ন্ত সাহা, মেদিনীপুর পুরসভার কাউন্সিলের মৌসুমী হাজরা,রয়েল একাডেমীর প্রিন্সিপাল সত্যব্রত দোলাই, সঙ্গীত শিল্পী আলোক বরণ মাইতি,কবি সিদ্ধার্থ সাঁতরা,বেলদা গঙ্গাধর একাডেমীর প্রধান শিক্ষক কার্তিক আচার্য, বিশিষ্ট শিক্ষিকা সুতপা বসু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশিষ্ট শিক্ষক অখিল বন্ধু মহাপাত্র। এদিনের এই মেধা পুরস্কার মঞ্চে বিশেষ সম্মানে সম্মানিত হন ‘দেশ বন্দনা’ পত্রিকার সম্পাদক মধু বসন্ত ঘোষ, গল্পকার নরেশ জানা, সঙ্গীত শিল্পী রথীন দাস, জাতীয় স্তরের ক্রীড়াবিদ জয়দেব দোলাই, সাংবাদিক নিতাই রক্ষিত, সাংবাদিক সপ্নীল মজুমদার।

এছাড়াও বিশেষ সম্মানে ভূষিত করা হয় দুজন রত্নগর্ভা ‘মা’ কে। এদিনের অনুষ্ঠানে শুরুতে সরস্বতী বন্দনা পরিবেশন করেন শাক্য চক্রবর্তী,পাহি চক্রবর্তী ও শ্লোক চক্রবর্তী। বন্দেমাতরম্ সঙ্গীত পরিবেশন করেন আলোক বরণ মাইতি।অনুষ্ঠান সুষ্ঠু ভাবে শেষ হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান সম্পাদক তারাশঙ্কর চক্রবর্তী। জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Related News

Also Read

03:56