মেষ: ওয়ার্কআউটের দিকে মন দিন।ভাগ্য আপনার পক্ষে থাকবে। শেয়ারবাজারের ওঠানামা দেখে তাড়াহুড়ো করবেন না, ধৈর্য ধরুন। যেসব শিক্ষার্থী পড়াশোনার জন্য দূরে থাকেন, তারা ভালো ফল করবেন।
বৃষ: আপনার অনলাইন কেনাকাটায় খরচ বাড়বে। পরিবারের কোনও সদস্যের অসুস্থতার জন্য চিকিৎসার প্রয়োজন হতে পারে। যাতে আপনার মানসিক চাপও বাড়বে।পরীক্ষায় আরও ভাল পারফরম্যান্স দিতে সক্ষম হবেন।
মিথুন: আর্থিক দিকে উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। কর্মক্ষেত্রে কিছু জটিলতা সৃষ্টি হতে পারে। মানসিকভাবে ভেঙে না পড়বেন না। শান্তভাবে বুদ্ধি দিয়ে সমস্যার মোকাবিলা করুন। কমবয়সীদের থেকে আধুনিক প্রযুক্তি শিখে নিন কাজে আসবে।
কর্কট:ফিনান্স সংক্রান্ত কোনও আকস্মিক সিদ্ধান্ত নেবেন না। একান্তই নিতে হলে আগে সাবধানতার সঙ্গে এর সুবিধে ও অসুবিধেগুলি বিবেচনা করুন, এবং তার পর সিদ্ধান্তে পৌঁছন। অন্যথায় ক্ষতির মুখে পড়তে হতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিরা অনুকূল ফলাফল পাবেন
সিংহ:আপনি বড় ঝামেলা থেকে বেরিয়ে আসতে পারবেন। ব্যবসায়ীদের ব্যবসা সম্পর্কিত জিনিস সবার সঙ্গে শেয়ার করা থেকে বিরত থাকতে হবে। কারণ সবার সঙ্গে পরিকল্পনা ভাগ করে নেওয়াও কখনও কখনও বড় সমস্যায় ফেলতে পারে। ইনভেস্টমেন্টের আগে আলোচনা করুন।
কন্যা: স্বাস্থ্যের জন্য ভালো। কাছের মানুষদের জন্য এত বেশি খরচ করবেন না, যাতে পরবর্তী কালে আর্থিক সমস্যা পড়তে হয় । জমি এবং সম্পত্তি সংক্রান্ত বিনিয়োগ আজ করবেন না । অহংকারের ফলে খ্যাতিতে প্রভাব।
তুলা: কর্মক্ষেত্রে কিছু সাহসী পদক্ষেপ নিতে হতে পারে। আর্থিক ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা থাকতে পারে। সাইবার স্ক্যাম নিয়ে সতর্কথাকুন। নিজের স্বভাবের কারণে সবার প্রিয় পাত্র হয়ে উঠতে পারেন
বৃশ্চিক: মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখার চেষ্টা করুন। প্রতিকূল পরিবেশে মনক্ষুণ্ণ হবে না। এই সপ্তাহে সুযোগসন্ধানী বন্ধুদের থেকে দূরে থাকুন। সমস্ত হতাশা এবং নেতিবাচক চিন্তা সরিয়ে দিয়ে আজ ব্যবসায় প্রভূত লাভের সম্ভাবনা
ধনু: পেশা পরিবর্তনের পরিকল্পনা হানিকারক। ইতিবাচক মনোভাব দরকার। প্রভাবশালী ব্যক্তির যোগাযোগে ব্যবসায়িক বৃদ্ধি। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ স্থগিত রাখুন। রুটিন হেলথ চেক-আপ করিয়ে নিন। আলোচনা করেসিদ্ধান্ত নিলে শুভ হবে।
মকর: বাজেট প্ল্যানিং করে তারপরেই খরচ করুন। কলিগদের সঙ্গে সহযোগিতা রেখে চলুন। স্বাস্থ্য ভাল থাকবে, তবে অনিয়ম করলে ফল ভুগতে হবে। প্রিয় মানুষদের সঙ্গে কোয়ালিটি টাইম আপনাকে আনন্দ দেবে।
কুম্ভ: কাজের ক্ষেত্রে অনেক নতুন সুযোগ আসতে পারে। বিশেষ করে ক্রিয়েটিভ কাজে সাফল্যের সম্ভাবনা। যারা সিঙ্গল, তারা প্রেমে পড়তে পারেন। লং টার্ম ইনভেস্টমেন্টের ব্যাপারে এক্সপার্ট ওপিনিয়ন নিতে পারেন। শরীরের পাশাপাশি মনেরও যত্ন নিন
মীন: কাজের জায়গায় টিম ওয়াকর্কে গুরুত্ব দিন। সময়ের দাম বুঝে চলুন। যতটা সম্ভব ফিজকালি অ্যাক্টিভ থাকার চেষ্টা করুন। কাজ আর বিশ্রাম ব্যালান্স করে চলুন। মনে রাখুন বড় লক্ষ্য রাখা ভালো, কিন্তু জার্নিটাও আনন্দের হওয়া চাই