Select Language

[gtranslate]
২৮শে ফাল্গুন, ১৪৩১ বৃহস্পতিবার ( ১৩ই মার্চ, ২০২৫ )

শতবর্ষে বালিঘাই ফকিরদাস উচ্চ বিদ্যালয়, ঐতিহ্য ও উদযাপনের নতুন দিগন্ত

১০০ বছর! তৈরি হয়েছেন শত শত পড়ুয়া। কেউ নিজের নাম লিখিয়েছেন খ্যাতির খাতায়, কেউ বা রয়েছেন সাধারণ পেশায়। একইসঙ্গে বাড়ছে ইংরেজি মাধ্যমের রমরমা। বাংলা মাধ্যম স্কুলগুলিতে এখন সবচেয়ে বড় সমস্যা স্কুলছুট। এ সবের মাঝেই চলতি বছরে শতবর্ষে পদার্পণ করল পূর্ব মেদিনীপুর জেলার  অন্যতম প্রাচীন স্কুল বালিঘাই ফকিরদাস উচ্চমাধ্যমিক বিদ্যালয় ।
২ ফেব্রুয়ারী ১০০তম বর্ষে পা রেখেছে  স্কুল। রয়েছে বছরব্যাপী নানা পরিকল্পনা। তারই মাঝে ১০০তম বর্ষের প্রথম দিনেই সবুজের আবাহনে মাতল স্কুল। ১০০টি বৃক্ষরোপণের মধ্যে শুরু হল প্রথম কর্মসূচি।
এ ছাড়াও উদযাপনের প্রথম দিনে স্কুলের অনুষ্ঠানে সামিল হন এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি, দক্ষিণ কাঁথির বিধায়ক অরূপ কুমার দাস, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য সুশান্ত চক্রবর্তী, এগরা কলেজের অধ্যক্ষ ড: দীপক কুমার তামিলি, স্কুলের পরিচালন সমিতির সভাপতি বিকাশ রায়চৌধুরী, পুলক কুমার বাগ, আশীষ ধাওয়া, প্রকাশ রায়চৌধুরী ও সন্দীপ পাত্র, আশীষ ধাওয়া- সহ অন্যান্যরা।
প্রদীপ জ্বালিয়ে শততম বর্ষের সূচনা হলো বালিঘাই ফকিরদাস উচ্চ বিদ্যালয়ের।

স্কুলের প্রধান শিক্ষক প্রীতম প্রাসাদ সিনহা জানিয়েছেন,
১৯২৫-র ২ ফেব্রুয়ারিতে  স্বাধীনতার স্বপ্ন দেখা এক অস্থির সময়ে দাঁড়িয়ে গোটা দেশ। এরই মাঝে বালিঘাই ফকিরদাস উচ্চ বিদ্যালয়টি তৈরী হয়।
‘‘বর্তমানে এত বেশি মুঠোফোনে বন্দি হয়ে পড়ছেন সকলে যে, সামাজিকীকরণ হারাতে বসেছে।
এখানে পড়ুয়াদের পঠনপাঠনের পাশাপাশি খেলাধুলার উপরেও জোর দেওয়া হয়। স্কুলের মধ্যেই বাস্কেট বল, টেবল টেনিস, ভলি বল-সহ আরও নানা রকম খেলার ব্যবস্থা রাখা হয়েছে। ১০০তম বর্ষে বছর নানা কর্মসূচির মধ্যে দিয়ে স্কুলকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক।

Related News