Select Language

[gtranslate]
২৮শে ফাল্গুন, ১৪৩১ বৃহস্পতিবার ( ১৩ই মার্চ, ২০২৫ )

স্বপ্নপূরণের পথে ভগবানপুরের অনাথ আশ্রমের ১১ পরীক্ষার্থী

ভগবানপুর দু নম্বর ব্লকের অন্তর্গত পাঁউশী অন্ত্যোদয় অনাথ আশ্রমের ৯ জন এবং আশ্রম পরিচালিত স্নেহছায়া শিশু আবাসের ২ জন পরীক্ষার্থী এবছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। এরা জীবনে নিজেদের আত্মীয় বন্ধু-বান্ধব সব হারিয়ে আশ্রমেতে আসে। আশ্রম তাদের নিজ সন্তান স্নেহে আগলে রাখে। কোনরকম অভাব তাদের মধ্যে প্রতিফলিত হয় না।

প্রিয়াঙ্কা খাটুয়া, সোনালী সর, সুজাতা বারুই, সুজাতা মাইতি, সন্তোষ সাউ, সৌরিত জানা, সুদীপ মিশ্র, প্রকাশ, শানকুমার করন এরা প্রত্যেকেই পাঁউশী বৈকুন্ঠ স্মৃতি মিলনী বিদ্যামন্দির থেকে এ বছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। এর মধ্যে কয়েকজন খুব ভালো পড়াশোনায়। তারা সকলেই আশা করছে ভালো রেজাল্টের সেই আশা নিয়ে জীবনের প্রথম পরীক্ষা দিতে যাচ্ছে। আশ্রমের কর্ণধার তথা সম্পাদক বলরাম করন বলেন আশ্রম প্রতিটি শিশুর কাছে সকল সময় অভিভাবক হিসেবে থাকে। ওদের ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে সব রকম সাহায্য করবে এবং আগামী দিনে এরা সকলেই সুপ্রতিষ্ঠিত হোক ঈশ্বরের কাছে কামনা করি।

Related News