লোকসভা ভোট মিটতেই পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকায় সন্ত্রাস করার অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতি বিরুদ্ধ।গত কয়েকদিন ধরে খেজুরীতে সন্ত্রাস চালানোর পর এবার ভগবানপুর ২ নম্বর ব্লকের অন্তর্গত রাধাপুরে তৃণমূলের বুথ সভাপতির ওপর হামলার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে।
জানা গেছে, গুরুতর আহত হয়েছে রাধাপুর বুথ সভাপতি নাম তরুণ মল্লিক। বুধবার রাতে নিজের কাজ সেরে বাড়ি ফিরছিলেন তরুণবাবু। এমন সময় ওই এলাকা দিয়ে বিজেপির একটি বিজয় মিছিল যাচ্ছিল। সেই মিছিল থেকেই কয়েকদল দুষ্কৃতি তরুণ বাবুর উপর হামলা চালায় বলে অভিযোগ।
হাতে রড,বাটাম, বাঁশ নিয়ে অতর্কিত হামলা চালানো হয় তৃণমূলের ওই বুথ সভাপতির উপর। পরে স্থানীয় মানুষজন তরুণ বাবুকে উদ্ধার করে ভূপতিনগরের মুগবেড়িয়া ব্লক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসার জন্য নিয়ে যায়। এদিন সকালে তাকে তমলুক জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে
